|
যুক্তরাষ্ট্র:
সকালে বিছানা থেকে উঠতে কষ্ট হয়। এ সমস্যার কারণে প্রতিদিন অফিসে দেরি হয়। কিভাবে এ খারাপ অভ্যাস পরিবর্তন করা যায় ? মানসিক রোগের চিকিত্সকরা পরামর্শ দেন যে, সকালে ঘুম থেকে ওঠে এমন একজন শয্যাসঙ্গী বেছে নেয়ার। দু'জন পরস্পরকে জীবনের বদ অভ্যাসগুলো পরিবর্তনের চেষ্টা করবে। এভাবে আরো বেশি সম্পর্ক গভীর হবে। পাশাপাশি সকালের বিছানা থেকে ওঠার সমস্যা কেটে যাবে।
অস্ট্রেলিয়া:
অস্ট্রেলিয়ার নারীরা প্রতি সপ্তাহের ছুটিতে বহুমুখী লাইব্রেরিতে যেতে পছন্দ করে। সেসব লাইব্রেরিতে বিপুল পরিমাণের বই ছাড়াও সুস্বাদু মদ ও পনির আছে। আর কখনো কখনো নারীরা লাইব্রেরিতে চলতি হট সঙ্গীত ব্যান্ড উপভোগ করতে পারে। অনেক বিখ্যাত গায়ক-গায়িকা ও অভিনেতা অভিনেত্রীরাও এখানে আসে।
জার্মানি:
জার্মানিতে এখনও লাইব্রেরি হট স্পট। কিন্তু অস্ট্রেলিয়ার লাইব্রেরির চেয়ে জার্মানির ডিজিটাল লাইব্রেরি বেশি জনপ্রিয়। সুন্দর কফি ও সোফা ছাড়া, লাইব্রেরিতে স্মার্ট ফোন, আইপ্যাড, টেলিভিশন ও X-box সেবা রয়েছে। বন্ধুরা, সেখানে গেলে শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া উচ্চ প্রযুক্তির সেবাগুলো আপনিও উপভোগ করতে পারবেন।
ব্রিটেন:
বন্ধুরা কোম্পানির অফিস কি রকম? আমি বিশ্বাস করি যে ব্রিটেনের অফিস আপনাদের চেয়ে বিভিন্ন। হ্যাঁ, ব্রিটেনের কোন এক অফিসের নারী নিজের কাজের এলাকা একটি 'ফুল বাগান'-এ পরিণত করে। বিভিন্ন বিভাগের কর্মীরা অন্য বিভাগের অফিস বিভিন্ন ফুল দিয়ে সাজিয়ে করে। ফুল ছাড়া কিছু ল্যাভেন্ডার পারফিউমের সুবাস ছড়িয়ে কর্মীদের মনের চাপ কমায়।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |