Web bengali.cri.cn   
হ্যালো আগন্তুক!
  2014-08-05 18:25:13  cri
বন্ধুরা, আপনাদের কি লেখিকা লিউ ইয়ুর কথা মনে আছে? আজকের সাহিত্য ও জীবন পর্বে তার বই 送你一颗子弹—সুং নি ই খে জি তান'র একটি প্রবন্ধ অনুবাদ করবো। আশা করি বন্ধুরা তা পছন্দ করবেন।

হ্যালো আগন্তুক!

যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্র closer-এ সুন্দর প্রধান চরিত্র অ্যালিস রাস্তায় হোঁচট খেয়েছে। প্রিয়দর্শন ড্যান তাকে উঠতে সহায়তা করে। এ সময় অ্যালিস ড্যানকে বলে, হ্যালো আগন্তুক। এ মুহূর্তে চলচ্চিত্রটি বেশ রোমান্টিক আবহ পায়।

ভালবাসার জন্য সবচেয়ে কঠিন অংশ হয়তো অন্য মানুষ দেখে। হাজার হাজার মানুষের মধ্যে, আমারা জীবনে শুধু একশ' মানুষকে চিনি। তাদের মধ্যে দৈহিক উচ্চতা, ওজন, মুখ, চাকরি, চরিত্র, জ্ঞান, বয়স এবং বিবাহের অবস্থা প্রতিটি ক্ষেত্রে আমাদের মনের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সে রকমের মানুষ হয়তো শূন্য!

তাই অপরিচিত মানুষের মধ্যে হয়তো জনাব বা জনাবা সম্বোধন থাকবে। কিন্তু তারা আমাদের জীবনে আগন্তুক। কিভাবে তাদের আমরা জানতে পারবো?

অ্যালিস ও ড্যানের মধ্যে সেরকমই ঘটবে বলে আমাদের আশা।

তবে, চলচ্চিত্র হয় চলচ্চিত্রের মতো। তা জীবনের চেয়ে ভিন্ন। ছবির পরিচালক বিধাতার মত দু'জন মানুষের ভাগ্য নিয়ে ময়দার মত নানা ধরণের আকার তৈরি করেন। তাই চলচ্চিত্রে এত বেশি রোমান্টিক মনে হয়। এরকম ক্ষেত্রে সুন্দর ভালবাসার গল্প তৈরি হয়। কিন্তু বাস্তব জীবনে তা কি হয়? আমরা প্রতিদিন বিভিন্ন রাস্তায় হাঁটি। আমরা কতজন হোঁচট খেয়ে পড়েছি। হোঁচট খেলেও কতজন প্রিয় দর্শন পুরুষটির সামনে পড়েছি ? আর যদি পড়িও, কত জন আমরা 'হ্যালো আগন্তুক' বলেছি। বাস্তব জীবনে আমরা যদি এমন বলেও থাকি, তাহলে অপর পক্ষ আমাদের পাগল মনে করবে।

হঠাত করে প্রিয় মানুষটার সাক্ষাত পাওয়া একটি বিস্ময়কর ঘটনা। এরপর সুন্দর একটি ভালবাসা গল্প হওয়া, তা আরো বিস্ময়কর। 'Hello Stranger'সেরকমের ভালবাসার গল্প।

হঠাত দেখার সৌন্দর্য হলো তার অনন্য বৈশিষ্ট্য আছে। কিন্তু বাস্তব জীবনে যদি হরহামেশা এমন ঘটে থাকে তাহলে তার সৌন্দর্য থাকে না।

আশা করি, বিধাতা আমাদের জন্য বিভিন্ন বিস্ময়কর গল্প প্রস্তুত করে রাখবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040