Web bengali.cri.cn   
চলতি প্রসঙ্গ- ০৭১৮
  2014-07-29 17:55:28  cri
সবচেয়ে পরিবেশ সংরক্ষণমূলক জুতো

টুঃ বন্ধুরা, আজকে প্রথমেই আমরা চীনের তাইওয়ানের একটি বিশেষ জুতোর কারখানা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদেরকে আগেই জানিয়ে রাখি, এ কারখানায় উত্পাদিত জুতো কিন্তু বিশ্ববিখ্যাত। সেগুলো শুধু তাইওয়ানের বাজারেই সমাদৃত নয়; অনেক বিদেশি বাজারেও সেগুলো বিক্রি হয়। তবে এটা কোনো অবাক হওয়ার ব্যাপার নয়; অবাক হওয়ার ব্যাপার হলো জুতোর উপাদান। জানেন কি, কি কি উপাদান দিয়ে তৈরি হয় সেখানকার জুতো? সেখানে উত্পাদিত জুতোর মূল উপাদান হলো সংবাদপত্র। আমিও এটা শুনে প্রথমে মনে মনে প্রশ্ন করেছি, কাগজের জুতো পরে আর কতো দূর হাঁটাহাঁটি করা যাবে?

প্রঃ এ জুতো কারখানার মহাব্যবস্থাপক জানান, জুতো তৈরির সময় শ্রমিকরা সে সংবাদপত্রের মধ্যে সুতা মিশিয়ে দেয়, যাতে জুতো ঘর্ষণরোধক হতে পারে। শুধু তাই নয়, জুতোর বাইরে এক ধরনের প্লাস্টিক ঝিল্লি দেয়া হয়, যাতে তা পানি নিরোধক হয়। জানা গেছে, সাধারণত এমন এক জোড়া জুতোর দাম ১০০ থেকে ১৫০ মার্কিন ডলার হতে পারে। এ কাগজের জুতো পরিবেশ সংরক্ষণে সহায়ক বটে, তবে দামে কিন্তু সস্তা নয় একদমই। বন্ধুরা, তাহলে আপনারা কি এরকম এক জোড়া জুতো কিনতে চান? (প্রকাশ)

সবচেয়ে পরিবেশ সংরক্ষণমূলক স্কুল ড্রেস

প্রঃ আচ্ছা বন্ধুরা, আমাদের গল্প শুনে কি মনে হচ্ছে যে, সেগুলো মোটেই অদ্ভুত নয়? তাহলে এবার এই গল্পটি শুনুন।

দেখুনতো এটাকে অদ্ভুত বলে মনে হয় কি না? সম্প্রতি নিউজিল্যান্ডে এক নতুন ধরনের স্কুল ড্রেস খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সেগুলো হলো পরিত্যক্ত প্লাস্টিক বোতল দিয়ে তৈরি একই রকমের স্কুল ড্রেস।

টুঃ এ পোশাক কারখানার প্রধান জানান, প্রথমে প্লাস্টিক বোতল সংগ্রহ করে বিভিন্ন মান অনুসারে পৃথক করে রাখা হয়। তারপর ভালো মানে পৌঁছলে বোতলগুলোকে চূর্ণ করে গলানো হয়। গলানো সব দ্রব্য এক ছিদ্রযুক্ত যন্ত্রে সজোরে ঢুকানো হয়। এরপর এমনভাবে সেগুলো কাটা হয়, যাতে তা সুতার মতো হয়ে যায়। সেই সুতো দিয়ে পোশাকের মতো বুনে শক্ত করে রাখা হয়। বিশেষভাবে তৈরি এ পোশাক শুধু সস্তা নয়, বরং তা খুবই ঘর্ষণরোধক। (প্রকাশ)

সবচেয়ে পরিবেশ সংরক্ষণমূলক পিঠব্যাগ

টুঃ বন্ধুরা, পরিবেশ সংরক্ষণ আসলে শুধু এক ধরনের চলতি ফ্যাশন নয়; তা বরং অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার প্রেরণায় পরিণত হয়েছে। এবার আপনাদেরকে নিয়ে যাবো হাইতিতে। সেখানকার সুন্দর সুন্দর পিঠে বহন করা ব্যাগ বিশ্ববিখ্যাত। জানা গেছে, সে পরিবেশ সংরক্ষণমূলক পিঠব্যাগ তৈরি করা তেমন কঠিন নয়। প্রথমে পরিত্যক্ত প্যাকিং ব্যাগ সংগ্রহ করে তা পরিষ্কার করে লম্বা লম্বা সুতার মতো কেটে নেয়া হয়। তারপর তা বুনে শক্ত করে রাখা হয়। তৈরি প্রক্রিয়া খুব সহজ বলে স্থানীয় লোকেরা তা দিয়ে অনেক জিনিস তৈরি করেন। যেমন ধরুন চটিজুতো, কুশন, ক্রিসমাসের বিশেষ অলঙ্করণ ইত্যাদি। এ ধরনের পরিবেশ সংরক্ষণমূলক পিঠব্যাগ ব্যবহার কেবল হাইতির পরিবেশ সংরক্ষণেই সহায়ক হচ্ছে না; বরং তা সেখানকার অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে সাহায্য করছে।

প্রঃ বন্ধুরা, আমরা বিশ্বাস করি, পরিবেশ সংরক্ষণ শুধু একটি প্রচলিত শ্লোগান নয়; এটি টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। তাই সময় এসেছে পরিবেশ সংরক্ষণ কর্মযজ্ঞে সবার শামিল হওয়ার। আপনারা যদি একটু চোখ-কান খোলা রাখেন, তাহলে অবশ্যই খুঁজে পাবেন কোনো না কোনো ধরনের ভালো পরিবেশ সংরক্ষণের উপায়। (প্রকাশ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040