Web bengali.cri.cn   
the Great Gatsby
  2014-07-22 13:53:44  cri

আজকের সাহিত্য ও জীবন পর্ব বন্ধুদের জন্য যুক্তরাষ্ট্রের লেখক ফ্রান্সিস স্কট কি ফিটজেরাল্ড এর একটি বই 'the Great Gatsby' সম্পর্কে চীনের লেখক সিন'র প্রবন্ধ অনুবাদ করবো। 'the Great Gatsby' বইটিতে একটি সহজ গল্প ব্যাখ্যা করা হয়েছে। বই'র প্রধান চরিত্র গ্যাটস্‌বি এক সুন্দরী মেয়ে ডেইজিকে ভালবাসে। ডেইজিও গ্যাটস্‌বিকে অনেক ভালোবাসে। তরুণ গ্যাটস্‌বি ধনী না হওয়ায় অবশেষে ধনাঢ্য টমকে বিয়ে করে ডেইজি। গ্যাটস্‌বি জানে না, সে মনে করে, নিজের সমস্যার কথা বলতে খুবই কষ্ট হয় ডেইজির। এরপর তরুণ পরিশ্রমী গ্যাটস্‌বি চেষ্টা চালিয়ে কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়। সে মনে করে যে ধনী হওয়ার পর ডেইজি তার কাছে ফিরে আসবে। কিন্তু ডেইজি ভালোবাসায় আস্থা রাখতে পারে না। অবশেষে ডেইজি আবারো গ্যাটস্‌বিকে ছেড়ে টমের কাছে চলে আসে। এদিকে অপঘাতে প্রাণ হারায় গ্যাটস্‌বি। গ্যাটস্‌বির দশকে অনেক মানুষের জীবন ছিলো ভুল, আশাহীনতা আর অহংকারে পরিপূর্ণ। কিন্তু গ্যাটস্‌বি সবসময় ভালবাসার ওপর আস্থা রাখতো, পরিশ্রম করতো। সে তার কর্মের মাধ্যমে হয়ে উঠেছিলো মার্কিনীদের স্বপ্নের প্রতীক। তাহলে বন্ধুরা, এখন শুনুন প্রবন্ধটি।

যদি এ জীবন শুধু একটি স্বপ্ন হতো

যদি কোন এক দিনে, আমরা একটি স্বপ্ন দেখি। তখন আর জেগে উঠবো না। সেকি শুধু একটি স্বপ্ন? নাকি আমাদের প্রকৃত জীবন?

বই 'the Great Gatsby'র প্রধান চরিত্র গ্যাটস্‌বির সারা জীবন একটি স্বপ্নের মত।

আমি 'the Great Gatsby' বইটি চার বার পড়েছি। ২০১৩ সালে বই অনুসারে তৈরি করার চলচ্চিত্রও দেখেছি। বইতে যেখানে পার্টিতে জাজ সঙ্গীত বাজানো হয়, কিন্তু চলচ্চিত্রে সবই ডিস্কো দেখায়। আমার মনে হয় সঙ্গীত সংজোযনের ক্ষেত্রে চলচ্চিত্রের এটি একটি ব্যর্থ দিকে।

বই'র অষ্টম পর্বটি আমার মনে সবচেয়ে গভীর ছাপ ফেলেছে।

"তার কণ্ঠে ছিলো অর্থের গল্প। পুরানো দিনগুলো যেনো হারিয়ে গেছে। আর কখনোই ফিরে আসবে না।"

হ্যাঁ, আগের স্মৃতিগুলো কি সুন্দর! কিন্তু স্মৃতি ধোঁয়ার মত বিলীন হয়ে গেছে। যদিও আমরা বিশ্বাস করতে চাই না, আমরা জানি যে, একই শহর, একই রাস্তা, একই প্রেমিকা... কিন্তু অনুভূতি এক হবে না। বইতে গ্যাটস্‌বি তার প্রাসাদের মত বাড়িটি নির্মাণ করে ডেইজির বাড়ির সামনে নদীর অন্য পাড়ে। ডেইজির বাড়িতে প্রতি রাতে একটি সবুজ বাতি জ্বলে ওঠে। গ্যাটস্‌বি সে সবুজ বাতিটির দিকে তাকিয়ে থাকে। সে বাতিটি যেনো গ্যাটস্‌বির আশার মতো। গ্যাটস্‌বির মত অনেকেরই খাঁটি মন আছে। কিন্তু তারা তাদের সম্ভাবনাকে হারিয়েছে। কিন্তু গ্যাটস্‌বি তার আশাকে হারায়নি। আশাহীন দশকে সে তার স্বপ্নকে বিশ্বাস করে।

গ্যাটস্‌বির মতো আরো অনেক মানুষ আছে। কেউ কেউ ভালবাসার জন্য তার পরিবারকে ত্যাগ করেছে। কোন মানুষের সাহস নেই বলে ভালবাসাকে হারিয়েছে।

রাশিয়ার বিখ্যাত লেখক লিও টলস্টয় এর উপন্যাস আন্না ক্যারেনিনা। উপন্যাসে আন্না এক সাহসী নারী চরিত্র। কিন্তু ভালবাসার জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে। সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে সে হেয় হয়েছে। তার স্বামী তাকে সাহায্য করেনি, এমনকি তার প্রেমিকও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। কিন্তু আন্না ধৈর্য হারায় না, আফসোস করে না। সে ভালবাসতে চায়, সে নিজের জীবন উপভোগ করতে চায়, সে স্বাধীনতা চায়। এটাই তার জন্য যথেষ্ট বলে সে মনে করে।

জেন অস্টিন, ব্রিটেনের বিখ্যাত নারী লেখক। তার বইতে প্রধান নারী ও পুরুষ চরিত্রগুলো শেষ পর্যায়ে একসঙ্গে আনন্দিত জীবন কাটায়। কিন্তু বাস্তব জীবনে, জেন অস্টিনের সঙ্গে তার প্রেমিকের বিচ্ছেদ হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040