Web bengali.cri.cn   
ওয়াং চিয়া উয়েই
  2014-07-15 14:18:21  cri

আজকের সাহিত্য ও জীবন পর্বে বন্ধুদের জন্য চীনের এক বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ওয়াং চিয়া উয়েই'র গল্প শোনাবো।

চীনের অনেক পরিচালকের মধ্যে বেশ পরিচিত একজন হলেন ওয়াং চিয়া উয়েই। আর আমার কাছেও তিনি একজন বিশেষ ব্যক্তি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, চলচ্চিত্র শুটিং করার জন্য চিত্রনাট্য দরকার হয়। এ চিত্রনাট্য বা স্কৃপ্ট নিয়ে অভিনেতা ও অভিনেত্রীরা প্রস্তুতি নিতে পারেন। কিন্তু, পরিচালক ওয়াং'র চলচ্চিত্রে কোন চিত্রনাট্য নেই। কয়েক বছর আগে, চীনের চলচ্চিত্র মহলের অনেকেই ওয়াং-এর সমালোচনা করতেন। কিন্তু এখন অথবা ভবিষ্যতে ওয়াং চিয়াকে নিয়ে আর সমালোচনা হবে না। চিত্রনাট্য ছাড়া কিভাবে চলচ্চিত্র শুটিং হবে? অনেক আগে হয়তো বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা তা করতে পারতেন। কিন্তু বর্তমানে তা একেবারেই সম্ভব না। এখন ওয়াং এত বিখ্যাত যে প্রায় সব অভিনেতা ও অভিনেত্রী তার চলচ্চিত্রে অভিনয় করতে চায়। তাই চিত্রনাট্য না থাকলেও অভিনয় শিল্পীরা রাজি হয়ে যায়।

সত্যিই কি কোন চিত্রনাট্য নেই? না, সব চিত্রনাট্যই পরিচালক ওয়াং চিয়া উয়েই'র মনে থাকে। তাহলে তা লিখে কেন প্রিন্ট দেয়া হয় না? কারণ, তার চলচ্চিত্রে সবসময় অনেক অনেক বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা থাকেন। পুরুষ চরিত্রের চেয়ে নারী চরিত্রের বক্তব্য থাকে বেশি। এতে অনেক সময় অভিনেতারা অখুশি হন। এতে কি তাদের ম্যানেজার সন্তুষ্ট হয় ? অনেকে এমন প্রশ্নও করেন। অবশ্যই না। এছাড়া, পরিচালক ওয়াং'র চলচ্চিত্র অনেক সময় কিছু অপ্রত্যাশিত দৃশ্য থাকে। অভিনেতারা শুটিং-এর আগে চিত্রনাট্য পড়ে, ওরকম একটি অভিনয় করার সিদ্ধান্ত নিলে তা পরিচালকের মন মত হয় না। যেমন, চীনের হং কং'র বিখ্যাত এক সুন্দরী অভিনেত্রী লি চিয়া সিন। তিনি যে চলচ্চিত্রে থাকেন, সেটি অনেক মানুষ দেখেন। বিশেষ করে পুরুষ মানুষ তার চলচ্চিত্র দেখেন। পরিচালক ওয়াং'র "তুও লুও থিয়েন সি" নামের একটি চলচ্চিত্রে ওয়াং আশা করেন যে, লি চিয়া সিন একটু শরীরের খোলামেলা দৃশ্য দেখাবেন। কিন্তু এটি সম্ভব নয়। যদি চলচ্চিত্রে অংশ নেয়ার আগে লি এটা জানে, তাহলে সে রাজি হবে না। তাই ওয়াং চিয়া ধাপে ধাপে তাকে রাজি করায়। প্রথমত, অভিনয়ের শুরুতে ওয়াং তার 'পরিকল্পনা' শুরু করে।

সে বলে 'মিস্ লি চিয়া সিন, আজকে অভিনয়ের সময় তুমি chanel no.5 পারফিউম নিয়ে এসে।"

কি আশ্চর্য! লি চিয়া সিন মনে করে, আগে অভিনয়ের সময় অন্য পরিচালক আমাকে হাসতে দেখলেই তা যথেষ্ট হতো। কিন্তু ওয়াং চিয়া উয়েই একেবারেই অন্যরকম। সে আমাকে chanel no.5 নিয়ে আসতে বলেছে! নিশ্চয়ই পরিচালক ওয়াং'র বিশেষ কারণ আছে।

আচ্ছা, তার অভিনয়ের পর ওয়াং চিয়া উয়েই সিদ্ধান্ত নেয় যে, লি চিয়া সিন তার চলচ্চিত্রের প্রধান অভিনেত্রী হবে। তার পর, ওয়াং লিকে বলে,

"মিস্ লি, আশা করি, আমার এ চলচ্চিত্রের জন্য, আগামী তিন মাস প্রতিদিন সান্ধ্য ভোজের পর, এক কাপ সবুজ চা তৈরি করবে। কিন্তু খাবে না, দেখবে না, কোন চিন্তা করবে না। সবুজ চা ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আর আমাকে কোন প্রশ্ন করবে না।"

.........

.........

এভাবে, এক ধাপ পর, এক ধাপ। পরিচালক ওয়াং লি চিয়া সিনের দৃষ্টি আকর্ষণ করেন। লি'র গভীর বিশ্বাস স্থাপন হয়, ওয়াং চিয়ার ওপর আস্থা রাখে। অবশেষে, ওয়াং'র কোন দাবিতে সম্মত হয় লি।

এছাড়া আরো একটি উদাহরণ।

ইয়াং ছাই নি, কয়েক বছর আগেও চীনের হংকং অঞ্চলের জনপ্রিয় তারকা অভিনেত্রী ছিলেন। বন্ধুরা হয়তো জানেন যে নতুন অভিনেত্রীদের মেজাজ প্রায়ই বেশ চড়া থাকে। কিন্তু ইয়াং এত সুন্দর ছিলো যে তাকে ধমক দিতে পারতেন না ওয়াং চিয়া উয়েই। কি আর করা। কীভাবে কোন ধমক না দিয়ে সুন্দরী ইয়াং ছাই নিকে পরিচালকের কথা শোনানো যায় ?

চলচ্চিত্রে মরুভূমিতে শুটিং-এর একটি দৃশ্য রয়েছে। ইয়াং ছাই নিকে ওয়াং বলেন,

"আমি তোমাকে সে দিগন্তে দাঁড় করাতে চাই। সুন্দর, বিশাল মরুভূমির বুকে তুমি হবে অনিন্দ্য সুন্দর এক ছায়ামূর্তি। তুমি এখান থেকে সে দিগন্তের দিকে হাঁটবে, ওকে?"

ওয়াং চিয়া উয়েই'র চমৎকার বলার ধরন ইয়াং ছাই নি মুগ্ধ করে। সেজন্য, তরুণী সুন্দরী ইয়াং প্রায় দু'ঘণ্টা ধরে হেঁটে সে দিগন্তে পৌঁছায়।

অনেক মানুষ প্রশ্ন করে, ওয়াং কি স্নায়ুরোগী?

না। ওয়াং চিয়া উয়েই সবসময় জানে সে কি চায়। কীভাবে সমস্যা এড়িয়ে লক্ষ্য অর্জন করা যায়। তার যুক্তিগুলোও খুবই স্পষ্ট। তার বিশ্বাস সাধারণ মানুষের মনে তার একটা বিশেষ ইমেজ রয়েছে, সে একজন শিল্পী। বন্ধুরা জানে যে মহান চলচ্চিত্র তৈরি করার জন্য, পরিচালকের গুরুত্ব অনেক। তাই কিভাবে সবাই পরিচালকের কথা শোনে। তবে এটি একটি কঠিন কাজ। বিশেষ করে বেশিরভাগ মানুষই শিল্পীর মন বুঝতে পারে না। তবে, ওয়াং চিয়া উয়েই বেশ বুদ্ধিমান। তার চলচ্চিত্র অতুলনীয়। একটি চলচ্চিত্রের জন্য ১০ বছর শুটিং দরকার হলেও, বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা তাতে অংশ নিতে চায়। কেন? কারণ, পরিচালকের ওয়াং চিয়া উয়েই'র প্রতিটি চলচ্চিত্র একটি মাস্টারপিস।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040