Web bengali.cri.cn   
উপকারী কথা পর্ব
  2014-07-08 08:33:01  cri

 

এখন অনেক মানুষ যুক্তরাষ্ট্রে যেতে চায়। এটি যেনো আমেরিকান ড্রিম। এখন আমাদের জানা দরকার সেখানে কিভাবে যাওয়া যায় ? যাবার আগে কি প্রস্তুতি দরকার ? সম্প্রতি চীনের শিক্ষা শিল্পপ্রতিষ্ঠানের নিউ ওরিয়েন্টালের এক নেতা ছি ওয়েন ইয়ু এ টপিক সম্পর্কে একটি ছোট প্রবন্ধ লিখেছে। বন্ধুরা যে কোন দেশেই যান না কেনো, এ প্রবন্ধটি আপনাদের সহায়তা করবে।

প্রথমত, যত দ্রুত সম্ভব ড্রাইভিং লাইসেন্স জোগাড় করুন। যুক্তরাষ্ট্রে পৌঁছার পর, তুমি অনুভব করবে যে, গাড়ি ড্রাইভ করতে না পারা একটি বিব্রতকর ব্যাপার।

দ্বিতীয়ত, শরীর চর্চা করা। প্রতি সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ বার শরীর চর্চা করতে হবে। যুক্তরাষ্ট্রে ২৪-ঘণ্টা ব্যায়ামশালা দেখতে পারে। যদি একজন মানুষ শরীর চর্চা বজায় রাখতে পারে, তাহলে তারা কাজেও ভাল অভ্যাস বজায় রাখতে পারবে।

তৃতীয়ত, নিষ্ঠার সঙ্গে ভালো একটি ইংরেজি বই পড়ে। কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নয়, নিজের জন্য বই পড়া। আমার জানা মতে, দু'টি বই উপকারী। তা হলো: Henry David Thoreau-এর Walden, Adam Smith-এর The Wealth of Nations।

চতুর্থত, একটি লাক্সারি ব্র্যান্ডের ফ্যাশন শো দেখবে। দেখার পর নিজের সঙ্গে তা মেলাবে এবং ব্যবহারের চেষ্টা করবে।

পঞ্চমত, চীনের দর্শনশাস্ত্র, শিল্প ও সংস্কৃতি নিয়ে পর্যাপ্ত পড়াশোনা করবে। পাশাপাশি পশ্চিমা সংস্কৃতি নিয়েও জানাশোনার চেষ্টা করবে। তাহলে মানুষের সম্মান অর্জন করতে পারবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040