|
অনেকেই প্রতিদিন ব্যায়ামাগারে যান। এজন্য তাদের শরীর বেশ ভালো থাকে।
অনেকের আবার সুন্দর কণ্ঠস্বর আছে। যখন তারা গান গায়, তখন অন্য মানুষ তাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তাদেরকে ভালবাসে।
কিন্তু, দৈনন্দিন জীবনে কাজ কর্মের মাধ্যমে সুন্দর স্বাস্থ্য অর্জন এবং সুন্দর স্বর ব্যবহার করে কথা বলতে পারা একটি বিশেষ গুণ। তাই কি কথা বলবো, কিভাবে বলবো তা রীতিমত একটি শিল্প। এটি হলো ভাষা শিল্প।
চীনের তাইওয়ান প্রদেশের একজন বিখ্যাত উপস্থাপক ছাই খাং ইয়ং এনিয়ে একটি বই লিখেছেন। বইটির নাম হলো, ভাষা শিল্প। এ পর্যায়ে বইটির একটি অংশ বন্ধুদের জন্য অনুবাদ করছি।
পর্ব ১: তুমি যা, তাই বলো
গু কু হচ্ছে আ নান'র মেয়ে বন্ধু, তারা ৩ বছরের মত একসঙ্গে থাকার পর, এক দিনে, আ নান তার বৈঠকখানায় জুতার সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যায়। এতে গু কু খুবই বিরক্ত হয়ে আ নানকে বলে,
জুতা এখানে রেখে তুমি কি আমাকে মেরে ফেলতে চাও ??!?!?
বন্ধুরা, একটি জুতা সত্যিই গু কুকে মেরে ফেলতে পারবে? না, গু কু শুধু রাগান্বিত হয়ে একথা বলেছে। কিন্তু একথা আ নান'র মনে একটি খারাপ ছাপ ফেলেছে।
তুমি তোমার কথা বলছো..
বন্ধুরা, আপনার কথা দিয়ে বন্ধুদের মনে কি রকম প্রভাব ফেলতে চান? সেটা নির্ভর করবে আপনার কথার ওপরই। তাই যখন আপনি রাগান্বিত হবেন, তখন কথা বলার আগে একটু থেমে, কয়েক সেকেন্ড চিন্তা করে তারপর কথা বলুন। হয়তো গু কু'র ভুল এড়িয়ে যেতে পারবেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |