Web bengali.cri.cn   
চীনের প্রাচীন বাদ্যযন্ত্র দিয়ে বাজানো নতুন সুর
  2014-06-02 19:51:23  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনারা শুনছেন 'চন্দ্র নদী' নামে সুর। সুরটি বাজিয়েছেন চীনের বিখ্যাত বাঁশি বাদক চেন ইউয়ান।

চেন ইউয়ান

চেন ইউয়ান চেনচিয়াং প্রদেশের হাংচৌ শহরে জন্মগ্রহণ করেন। ছয় বছর বয়স থেকে বাবার কাছ থেকে বাঁশি বাজাতে শিখেন। ১২ বছর বয়স থেকে তাঁর সুনাম অর্জন শুরু হয়। বর্তমানে তিনি হচ্ছেন চীনের সংগীত ইনস্টিটিউটের জাতীয় সংগীত বিভাগের উপ-অধ্যাপক, চীনের বাঁশি কমিটির উপ-মহাসচিব। ২০১৩ সালে তিনি কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের 'চীনের সেরা দশ জন বাঁশি বাদক' নির্বাচিত হন।

চেন ইউয়ান যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, আয়ার‌ল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা ও বৃটেনসহ অনেক দেশ ও অঞ্চল সফর করেছেন এবং বহু বার বিদেশী শীর্ষনেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। তিনি চীনের লোকসংগীত বিশ্বব্যাপী সম্প্রসারণের জন্য লক্ষণীয় অবদান রেখেছেন।

বন্ধুরা, এবার শুনুন তাঁর বাজানো 'যদি মেঘ জানে' নামে সুর।

এ পর্যন্ত চেন ইউয়ান নয়টি অ্যালবাম প্রকাশ করেছেন। প্রায় দু'এক বছর পরপরই তাঁর এক একটি নতুন বাঁশি অ্যালবাম বাজারে মুক্ত হয়। প্রতিটি অ্যালবামে নতুন ধারণা থাকে এবং এটি বিভিন্ন পক্ষের প্রশংসা অর্জন করে।

চেন ইউয়ান খুবই ব্যস্ত। শিক্ষাদান, পরিবেশনা, রেকর্ডিং ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বাঁশি বাজানো শেখান। তিনি সাংবাদিকদের বলেন, চার শরও বেশি ছাত্রছাত্রী তাঁর কাছ থেকে বাঁশি বাজানো শেখে। তিনি চীনের লোকসংগীতকে জনপ্রিয় করে গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন।

চেন ইউয়ান

বন্ধুরা, এবার শুনুন চেন ইউয়ানের বাজানো 'গ্রীষ্মকালের শেষ গোলাপ' নামে সুর।

শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের কয়েকজন যুব বাদকের বাজানো শ্রুতিমধুর সুর শুনেলেন। এ অনুষ্ঠানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040