|
এবারে আমরা ফ্রান্সের আরেকজন অদ্ভুত মানুষের গল্প শুনে নিই। আমরা তো জানি, বিভিন্ন লোকের খাওয়ার অভ্যাস ভিন্ন রকমের, তবে সবচেয়ে অদ্ভুত খাওয়ার অভ্যাস কি রকম হতে পারে তা আপনাদের কল্পনায় আছে কি?
ফ্রান্সে মিশেল লোটিটো নামে একজন বিশেষ মানুষ আছেন। তিনি প্রতি দিন ৯০০ গ্রাম ধাতু হজম করতে পারেন। সবাই তাকে বিশেষ পেটুক বলে ডাকে। তিনি ১৯৫৯ সাল থেকে ধাতু ও কাঁচ খেতে শুরু করেন। তিনি জানান, কলা বা ডিম খেলে তার অসুস্থ লাগতো। যার ফলে তিনি ধাতু ও কাঁচ খেতে শুরু করেন। জানা গেছে, ১৯৬৬ সাল থেকে এখন পর্যন্ত তিনি ১৮টি সাইকেল, ১৫টি সুপারমার্কেটের গাড়ি, ৭টি টিভি সেট, ৬টি বাটি, দু'টো বিছানা ও একটি হেলিকপ্টার এবং একটি কম্পিউটার খেয়ে ফেলেছেন।জানা গেছে ১৯৯৭ সালের অক্টোবর মাস পর্যন্ত তিনি প্রায় ৯ টন ধাতু খেয়েছেন। প্রথমবার তার গল্প শুনে আমার খুব অদ্ভুত লেগেছে। আমি বলতে চাই, এত বড় পৃথিবী নানা রকমের মানুষ রয়েছে, তাই না? কি অদ্ভুত!
সবচেয়ে বিশেষ জন্মদিন
বন্ধুরা, আপনারা কখনও ভেবেছেন কি, নিজের জন্মদিন কীভাবে উদযাপন করলে সবচেয়ে বিশেষ ও অসাধারণ হবে? হ্যাঁ হয়তো এটা নিয়ে আমিসহ অনেকেই আগে চিন্তা করেছেন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন এক'শ বছর বয়সের বৃদ্ধ ম্যাইক প্রায় ৩৯৬৩ কিলোমিটার উচ্চঁ আকাশ থেকে বিমান ছাড়িয়ে প্যারাশুটের সাহায্য মাটিতে নিজেকে পড়ানো সক্ষম হয়েছেন। তিনি এ উপায়ের মাধ্যমে তাঁর ১০০ বছর জন্মদিন পালন করেছেন।
জানা গেছে, এবার হলো তিনি প্যারাশুটের মাধ্যমে আকাশ থেকে মাটিতে পড়ার প্রথমবার চেষ্টা নয়। তার প্রথমবার চেষ্টা হলো তাঁর ৯৫ বছরের জন্মদিন। তখন তিনি সক্ষম হওয়ার পর প্রতিশ্রুতি পালন করেলেন যে, তিনি আবার চেষ্টা করবেন তাঁর ১০০ বছর জন্মদিন এলে।
যদিও তাঁর বয়ষ অনেক বৃদ্ধ, তবু তাঁর হৃৎপিন্ডের অবস্থা খুব ভালো।ম্যাইকের ব্যাক্তিগত ডাক্তার একথা জানান। তিনি আরও বলেন, তিনি ম্যাইকের জন্য প্রায় ২০ বছরেরও বেশি সময় কাজ করেছিলেন, তবে ম্যাইকের শারীরিক অবস্থা খুব ভালো চলে,যেটা খুব অভাবনীয় বলে তিনি মনে করেন। তাহলে বন্ধুরা, যুক্তরাষ্ট্রের এ ম্যাইকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে? আমি বিশ্বাস করি অনেকে তাঁকে খুব অ্যাডমার করেন।শুধু তাঁর দীর্ঘায়ু জীবনের জন্য নয়, বরং তার এ বিশেষ জন্মদিন উদযাপনের উপায়ের জন্য, তাই না?
0530cp.m4a
|
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |