Web bengali.cri.cn   
চলতি প্রসঙ্গ -মে ৯
  2014-05-09 15:48:53  cri
বাংলাদেশের রাজধানী ঢাকায় গেলো ১০ এপ্রিল থেকে সরকারি জনপরিবহণ বিআরটিসি বাসে প্রথমবারের মতো ওয়াইফাই সুবিধা দেয়া হয়েছে।

এ সুবিধার মাধ্যমে যাত্রীরা চলতি পথে মোবাইল ফোনের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।

প্রাথমিকভাবে পরীক্ষামূলক ১০টি বাসে এ সেবা দেয়া হবে।

তবে, পরবর্তীতে পর্যায়ক্রমে এ সুবিধা আরো সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছে বিআরটিসি।

টূঃ কর্মকর্তারা বলেছেন, প্রাথমিক পর্যায়ে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসি'র মোট ১০টি বাসের যাত্রীরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্রতিটি বাসে মোবাইল ফোন অপারেটর টেলিটকের চারটি থ্রিজি ওয়াই-ফাই রাউটার থাকবে। এরকম একটি বাসে অন্তত ৪০ জন যাত্রী স্মার্ট ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

দেশের তরুণ জনগোষ্ঠী, বিশেষ করে যারা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করেন, তারাই এ সেবার মূল গ্রাহক হবেন বলে ধারণা করা হচ্ছে। এ কারণে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে তাদের আগ্রহই সবচেয়ে বেশি।

প্রঃ বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, নতুন ধরনের এ বাসের নাম দেয়া হয়েছে 'ডিজিটাল বাস'।

টুঃ ওয়াইফাই সেবাসহ এসব বাস ভেহিক্যাল ট্র্যাকিং প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে।

বাসগুলো ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও যাত্রীদের ইন্টারনেট ব্যবহারে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে বিআরটিসি।

প্রঃ এখানে রাজধানী চীনা ভাষায় বলা হয় "শৌ দু"। বাস চীনা ভাষায় বলা হয় "গোং জিয়াও চে" ।

---------------------

টুঃ প্রকাশ, কিছু দিন আগে, আমাদের একজনের শ্রোতার চিঠি পেয়েছি। তিনি জানতে চান, চীনে আপনারা কোথায় বাংলাভাষা শিখে পেয়েছেন?

প্রকাশঃ বিশ্ববিদ্যালয়! আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হলো চীনের যোগাযোগ বিশ্ববিদ্যালয়। এখনও বাংলা ভাষার শিক্ষার্থীও আছে।

টুঃ তাই না?! তাহলে আমরা শেয়ার করব শ্রোতাদের সাথে?

প্রঃ চীনের যোগাযোগ বিশ্ববিদ্যালয় (সিইউসি)-এ বর্তমানে যেসব শিক্ষার্থী বাংলা ভাষায় স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন, তাদের সবাই ২০১১ সালে চীনের ১০টি বিভিন্ন প্রদেশ, শহর ও স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে এসেছেন। তাদের মোট সংখ্যা ১৮। বিদেশী ভাষা হিসেবে বাংলা শেখার আগ্রহ নিয়েই তারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

এখানে ভর্তি হবার আগে তারা বাংলা ভাষা সম্পর্কে কিছু জানতেন না। কিন্তু বাংলাদেশ সম্পর্কে তারা শুনেছেন, শুনেছেন বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের কথা। বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ আর চীনের সাথে দেশটির গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তারা কমবেশি জানতেন। এসবই তাদের আকর্ষণ করে এ ভাষার প্রতি।

টুঃ বাংলা বিষয়ের ব্যবস্থাপক ইয়ু ছিউ ইয়াংয়ের অক্লান্ত প্রচেষ্টায় ও পেশাগত দক্ষতায় এসব শিক্ষার্থী অচিরেই বাংলা ভাষাকে আরো বেশি করে ভালোবেসে ফেলে। ম্যাডাম ইয়ু প্রায়ই বলতেন যে, একটি ভাষাকে শিখতে হলে সেই ভাষাকে ভালোবাসতে হবে, সেই ভাষায় যারা কথা বলে তাদের ভালোবাসতে শিখতে হবে এবং সর্বোপরি সেই দেশটিকে ভালোবাসতে হবে। শিক্ষার্থীরা এখন সুন্দর ও প্রাচীন ভাষা বাংলাকে ভালোবাসতে শিখেছে, বাংলাদেশকে ভালোবাসতে শিখেছে। তারা বাংলাদেশে যেতেও বিপুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তারা বাংলা ছবি ও নাটক আগ্রহ নিয়ে দেখে। বোঝার চেষ্টা করে বাংলাদেশিদের সংস্কৃতি।

প্রঃ স্বাভাবিকভাবেই শুরুতে তাঁরা বাংলা ভাষার বর্ণমালা ও ব্যাকরণ সম্পর্কে শিখেছেন। পরে ধীরে ধীরে বাংলা ভাষায় লিখতে ও পড়তে শিখেছেন এবং এই ধারায় ধীরে ধীরে উন্নতি করছেন। বর্তমান বিদেশি বিশেষজ্ঞের সহায়তায় তাদের বাংলা কথা বলা ও বাংলা শুনে বোঝার ক্ষমতা বেড়েছে। ২০১৩ সালের গ্রীষ্মকালীন ছুটিতে চীন আন্তর্জাতিক বেতারে শিক্ষানবিস হিসেবে কাজ করার সুযোগ পান। এসময় তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা দেখিয়েছেন। তারা এখানে শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞান কাজে লাগানোর সুযোগ গ্রহণ করেন। চীন আন্তর্জাতিক বেতারে তাদের শিক্ষানবিস কালটি ছিল খুবই গুরুত্বপূর্ণ।

টুঃ প্রতিজন শিক্ষার্থী নিজ নিজ স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে লেখাপড়া করেন। বাংলা ভাষা ক্লাসের ছাত্রছাত্রীরাও তাদের ব্যতিক্রম নন। এদের মধ্যে কেউ কেউ আশা করেন, লেখাপড়া শেষ করে তারা বাংলা ভাষার সাথে সংশ্লিষ্ট কাজ করবেন। তাদের কেউ কেউ চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে কাজ করার বা অনুবাদ সংশ্লিষ্ট কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার অন্যান্য সংবাদমাধ্যমের সঙ্গে নিজেদের যুক্ত করার আশা প্রকাশ করেন। তবে, সবাই একটা অভিন্ন লক্ষ্যও আছে, আর সেটা হচ্ছে: চীনে বাংলা ভাষার প্রসারে অবদান রাখা। তাদের কেউ কেউ আবার খেলাপড়া শেষ করে বাংলাদেশে গিয়ে সেদেশের মানুষকে চীনা ভাষা শেখাতে আগ্রহী। নি:সন্দেহে সে কাজে তাদের বাংলার জ্ঞান কাজে লাগবে।

 


সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040