Web bengali.cri.cn   
চীন বিশেষজ্ঞ-অধ্যাপক শবরী মিত্র
  2014-04-29 16:21:23  cri

সুপ্রিয় শ্রোতা, বর্তমান বিশ্বে চীনা ভাষা শেখা এবং চীনকে জানার বিশেষজ্ঞদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের অধ্যাপক শবরী মিত্র তাদের মধ্যে একজন। তিনি শুধু চীনা ভাষা শিখেছেন তা নয়, বরং চীনের আধুনিক ও সমসাময়িক সাহিত্য, বিশেষ করে নারী সংক্রান্ত সাহিত্য নিয়ে গবেষণা করছেন। বর্তমানে ভারতে প্রভাবশালী চীন বিশেষজ্ঞদের মধ্যে তিনিই একজন। চীন সংক্রান্ত অনেক একাডেমিক প্রবন্ধ ও বই প্রকাশ করেছেন তিনি। পেইচিং বিশ্ববিদ্যালয়ের পুরনো বন্ধু হিসেবে তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চীনা ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। এরপর তিনি বিভিন্ন ফোরামে বা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনেক বার চীন সফর করেন। গত বছর তিনি পেইচিং বিশ্ববিদ্যালয়ে 'বিংশ শতাব্দীতে ভারতের চীন সংক্রান্ত গবেষণা' শিরোনামে একটি ভাষণ দিয়েছিলেন। ভাষনে তিনি ভাষা শেখানো এবং চীনের আঞ্চলিক গবেষণাসহ বিংশ শতাব্দীর বিভিন্ন সময়পর্বে চীন সংক্রান্ত গবেষণার অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, যদিও বর্তমান ভারতে চীন সংক্রান্ত গবেষণায় এখনো অনেক বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি, তবু সার্বিকভাবে দ্রুত উন্নয়নের প্রবনতা দেখা দিচ্ছে। ভারতের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এবং গবেষণা কেন্দ্রে চীনা ভাষা ও চীন সংক্রান্ত গবেষণার কোর্স ক্রমাগত বাড়ছে। তাছাড়া, অনেক হাইস্কুলে চীনা ভাষা একটি নির্বাচনী কোর্স হিসেবে খোলা হয়েছে, অনেক ভারতীয় ছাত্রছাত্রীরা চীনা ভাষা শিখতে আগ্রহী। বন্ধুরা, এখন তাহলে শুনুন অধ্যাপক শবরী মিত্রের এক সাক্ষাত্কার। (স্বর্ণা/টুটুল)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040