Web bengali.cri.cn   
পেট্রোলিয়াম প্রদর্শনী ও রাজ কুমারী ক্লাস
  2014-04-04 16:46:54  cri

টুঃ বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম প্রদর্শনী—১৪তম চীন আন্তর্জাতিক পেট্রোলিয়াম ও তেল রাসায়নিক শিল্প প্রদর্শনী মার্চ মাসের শেষে দিকে পেইচিংয়ে শুরু হয়েছে। শেল গ্যাস নিষ্কাশন সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শন হবে এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ।

প্রঃ জানা গেছে, এবারের প্রদর্শনীতে শতাধিক প্রতিষ্ঠানের শেল গ্যাস নিষ্কাশন সরঞ্জাম প্রদর্শন করা হবে।

এখানে প্রদর্শনী চীনা ভাষায় বলা হয় "জান হুই"। "জান" মানে প্রদর্শন করা। "হুই" মানে মেলা। "জান হুই" মানে প্রদর্শনী। যেমন ধরুন "বই মেলা" চীনা ভাষায় বলা হয় "শু জান", এখানে "শু" মানে বই, "জান" মানে প্রদর্শন করা। "পেট্রোলিয়াম প্রদর্শনী" চীনা ভাষায় বলা হয় 'শি ইয়ও জান', এখানে "শি ইয়ও" মানে তেল অথবা পেট্রোলিয়াম, জান" মানে প্রদর্শন করা। 'শি ইয়ও জান' মানে "পেট্রোলিয়াম প্রদর্শনী"।

টুঃ প্রদর্শনী চীনা ভাষায় বলা হয় "জান হুই"। "জান" মানে প্রদর্শন করা। "হুই" মানে মেলা। "জান হুই" মানে প্রদর্শনী। যেমন ধরুন "বই মেলা" চীনা ভাষায় বলা হয় "শু জান", এখানে "শু" মানে বই, "জান" মানে প্রদর্শন করা।

প্রঃ"পেট্রোলিয়াম প্রদর্শনী" চীনা ভাষায় বলা হয় 'শি ইয়ও জান', এখানে "শি ইয়ও" মানে তেল অথবা পেট্রোলিয়াম, জান" মানে প্রদর্শন করা। 'শি ইয়ও জান' মানে "পেট্রোলিয়াম প্রদর্শনী"।

টুঃ বিশেষ করে বেকার হফস, স্কার্ম, ক্যাটারপিলারসহ বিশ্ববিখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন সরঞ্জাম ও প্রযুক্তি এ প্রদর্শনীতে প্রদর্শন করা হবে।

টুঃ সম্প্রতি চীনের চে চিয়াং বিশ্ববিদ্যালয় ডিপ্লোমা পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে কারিগরি সংশ্লিষ্ট একটি কোর্স চালু করে।

তবে একটি কারিগরি সংশ্লিষ্ট ক্লাসে ১০৩ জন ছাত্র এবং শুধুমাত্র একজন ছাত্রী রয়েছে। এ খবরটি প্রকাশিত হবার সাথে সাথে তা একটি দারুণ মজার ব্যাপারে পরিণত হয়।

প্রঃ পরে লোকজন মজা করে এ ১০৪ জনের ক্লাসকে 'রাজ কুমারী ক্লাস' বলে ডাকা শুরু করে। এ মেয়ের নাম হলো ছিয়েন হুই লি। জানা গেছে, কারিগরি বিজ্ঞান শেখা খুবই কঠিন । ক্লাসের চাপ বেশি। শিক্ষার্থীদের বেশ কায়িক পরিশ্রম করতে হয়। সেজন্যে এ ক্লাসে কারিগরি বিজ্ঞান নিয়ে লেখাপড়া করা মেয়ের সংখ্যা খুবই কম, মাত্র একজন।

এখানে ছাত্রছাত্রী চীনা ভাষায় বলা হয় "শিউএ শেং"। বিশেষ করে ছাত্র চীনা ভাষায় বলা হয় "নান শিউএ শেং", ছাত্রী চীনা ভাষায় বলা হয় " নুই শিউএ শেং"।

'নান' মানে ছেলে অথবা পুরুষ, 'নুই' মানে মেয়ে অথবা নারী। "শিউএ শেং" মানে শিক্ষার্থী। "নান শিউএ শেং" মানে ছাত্র, " নুই শিউএ শেং" নামে ছাত্রী।

টুঃ এখানে ছাত্রছাত্রী চীনা ভাষায় বলা হয় "শিউএ শেং"। বিশেষ করে ছাত্র চীনা ভাষায় বলা হয় "নান শিউএ শেং", ছাত্রী চীনা ভাষায় বলা হয় " নুই শিউএ শেং"।

প্রঃ 'নান' মানে ছেলে অথবা পুরুষ, 'নুই' মানে মেয়ে অথবা নারী। "শিউএ শেং" মানে শিক্ষার্থী। "নান শিউএ শেং" মানে ছাত্র, " নুই শিউএ শেং" নামে ছাত্রী।

টুঃ আবার এ খবরে ফিয়ে আসি--আরো জানা গেছে, ছিয়েন হুই লি কে সবাই খুব পছন্দ করে। কারণ ক্লাসের সবাই ছেলে এবং একমাত্র সেই হলো মেয়ে। তাছাড়া, সে একজন কৃতী খেলোয়াড়ও। দূরপাল্লার দৌঁড় তার প্রিয়। ক্লাসের সব ছেলে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত,কারণ এ মেয়েটির কোনো ছেলে বন্ধু নেই।

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040