Web bengali.cri.cn   
দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্ত দেশ লাওস
  2014-02-19 18:36:33  cri

আলিম. এখন আমরা কয়েকজন শ্রোতার চিঠি পড়ে শোনাবো। লিখেছেন বাংলাদেশের রামপুরার সৈয়দ আসিফুল ইসলাম। তিনি লিখেছেন, প্রিয় সুবর্ণা আপু ও আলিম ভাই, প্রথমে আমার ছালাম গ্রহণ করবেন। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক সুন্দর ও সুস্থ এবং ভালো আছেন। আমি ও আপনাদের দোয়াই ভালো আছি। গত ১৫ জানুয়ারি "পৃথিবীর ছোট স্বর্গ মরিসাসে"চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানটিতে খুব সুন্দর সুন্দর জায়গার বর্ণনা এবং ইতিহাস সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগছে। জানলাম নেদারল্যান্ডস, ফ্রান্স ও বৃটেনের ঔপনিবেশিক শাসনের পর ১৯৬৮ সালের ১২ মার্চ এ দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পর বর্তমানে দ্বীপটিতে নানা জাতির লোকের বাস এবং তাদের ভাষাও ভিন্ন ভিন্ন। তারা নিজ নিজ ধর্ম বিশ্বাস করে এবং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে। তবে বিভিন্ন জাতির মধ্যে সুসম্পর্ক একটি লক্ষণীয় দিক। অবাক হয়েছি জেনে যে, সেখানে ছয়টি ঋতু দেখা যায় না, তাদের আছে মাত্র দুইটি ঋতু; আর তা হলো বর্ষাকাল ও গ্রীষ্মকাল।

সবশেষে অনুষ্ঠানের মাঝে মালয়েশিয়ার গায়ক আনিউ এবং চীনের তাইওয়ান প্রদেশের বিখ্যাত গায়ক রেন সিয়ান ছি দ্বৈতকণ্ঠে 'সমুদ্রের ঢেউ' গানটিও দারুণভাবে উপভোগ করলাম । সুবর্ণা আপুকে একটি কথা নাবললেই নয়। আপনি এতো সুন্দর সুন্দর জায়গার বর্ণনা দিয়ে কিভাবে এতো সুন্দরভাবে একটি অনুষ্ঠান তৈরি করেন? কি যে মঝা করে অনুষ্ঠানটি উপভোগ করি তা সত্যি আপনাদের বুঝানো মুশকিল। যাই হোক, এতো সুন্দর অনুষ্ঠান তৈরি করেন বলে আপনাকে জানাই অনেক প্রীতি ও ধন্যবাদ।

সুবর্ণা: আরো লিখেছেন বাংলাদেশের কুমিল্লা থেকে মো. সোহাগ বেপারি। তিনি লিখেছেন: চলুন বেড়িয়ে আসি আমার খুব ভাল লাগ। ঘরে বসে জানতে পারি বিশ্বের অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান সর্ম্পকে। গত ০৮/০১/২০১৪ তারিখ চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান মালদ্বীপ সর্ম্পকে জানতে পেরে আমি অনেক আনন্দিত হয়েছি। আমি অনেক অনুপ্রাণিত হয়ে গেছি আপনাদের সুন্দর উপস্থাপনায় মালদ্বীপের পরিচিতি শুনে। পর্যটকদের জন্য হানিমুন করার জন্য এক অপূর্ব জায়গা হচ্ছে মালদ্বীপ। চারদিক খোলা মেলা, সুন্দর দৃশ্য, দক্ষিন থেকে আসা সমুদ্রের বাতাস, তার উপর নির্মিত বাড়ি ঘর আর নারিকেল গাছের সারি বদ্ধ চিএ দেখলে প্রাণ জুড়িয়ে যায়। বর্ণনা শুনেই তো ভালো লাগছে! দেখতে নিশ্চয়ই আরো বেশি সুন্দর লাগবে। মালদ্বীপ সর্ম্পকে অনেক তথ্য জানলাম। আপনাদের কোন ভাষায় কৃতজ্ঞতা জানাবো জানি না। আমি পুরো অনুষ্ঠানটি মোবাইলে রেকর্ড করে রেখেছি। হয়ত কোনদিন মালদ্বীপ আমার যাওয়া হবে না, কিন্তু আপনাদের মুখে মালদ্বীপের পরিচিতি শুনে খুব খুব ভাল লাগলো। কিছুটা হলেও মনের চাহিদা পূরণ হলো। আমার হৃদয় ছুঁয়ে গেছে আপনাদের সুরেলা কন্ঠে মালদ্বীপের পরিচিতি শুনে। এতো সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সবাইকে আমার আমার শ্রোতা সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।

আলিম: লিখেছেন ভারতের পশ্চিমবঙ্গের মহ: হাফিজুর রহমান। তিনি লিখেছেন: সুর্বণা আপু ও আলিমুল ভাইয়া, আপনাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। 'চলুন বেড়িয়ে আসি' একটি স্বার্থক ও সুন্দর অনুষ্ঠান। এ অনুষ্ঠান নিয়মিত শুনি এবং ভাল লাগে। ৮ জানুয়ারির অনুষ্ঠানে দুনিয়ার সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর অন্যতম মালদ্বীপকে নিয়ে সুন্দর, তথ্যসমৃদ্ধ ও আকর্ষণীয় একটি পরিবেশনা শুনলাম। মালদ্বীপ আমার কাছে একটি দারুণ সুন্দর ও মজার পর্যটন স্থান। মালদ্বীপের সুন্দর দৃশ্য, সমুদ্রের বাতাস, সমুদ্রের উপর নির্মিত বাড়িঘর আর নারিকেল গাছ সবই খুবই সুন্দর। ছবি দেখে আর আপনাদের বর্ণনা শুনেই আমি মালদ্বীপের ভক্ত হয়ে গেছি। সার্কভুক্ত দেশ মালদ্বীপের সুন্দর প্রাকৃতিক দৃশ্য বিশ্বব্যাপী আকর্ষণীয় ও জনপ্রিয়। এখানকার সমুদ্রের রঙ অতি পরিস্কার ও নীল এবং বালির রঙ সাদা। সমুদ্রের মধ্যে হাজার ধরনের মাছ দেখা যায়। চীনের হংকং বিশেষ প্রশাসনিক এলাকার বিখ্যাত ও জনপ্রিয় ব্যান্ড দল 'বিয়ন্ড'-এর গান 'বিস্তীর্ণ সমুদ্র আর আকাশ' শিরোনামে গানটিও দারুণ উপভোগ্য ছিল। সুবর্ণা আপু এবং তার অনাগত সন্তানের জন্য দোয়া করি আল্লাহের কাছে। আর, সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেবার জন্য চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ, এবং অনুষ্ঠানের উপস্থাপক ও উপস্থাপিকা আলিম ভাই ও সুবর্ণা আপুকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

 (সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040