
সুপ্রিয় শ্রোতা, 'খোলামেলা' অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
প্রতিবছর বাংলাদেশ থেকে চীনে পড়াশোনা-করতে-আসা শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ বাড়ছে। তারা চীনে কেমন করে সময় কাটান? কী কী সমস্যা মোকাবিলা করেন? চীনা ভাষা শিক্ষা তাদের জীবনে কোনো পরিবর্তন আনছে কী?—এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের ধারাবাহিক অনুষ্ঠান 'ঢাকা থেকে পেইচিং'। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছে মোঃ সারওয়ার-এ-আলম সাফি। সাফি সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ছাত্র ছিল। আর বর্তমানে স্কলারশিপ নিয়ে পেইচিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেনেজমেন্ট সাইন্স ইঞ্জিনিয়ারনিং পড়াশোনা করছে। চলুন, প্রিয় শ্রোতা, কথা বলি তার সঙ্গে।