Web bengali.cri.cn   
দুনিয়ার সবচে সুন্দর দ্বীপগুলোর অন্যতম মালদ্বীপে 'চলুন বেড়িয়ে আসি'
  2014-01-08 17:59:41  cri

আলিম. মালদ্বীপে পর্যটকদের জন্য বিনোদনের ব্যবস্থার অভাব নেই। বিশেষ করে সমুদ্রকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বিভিন্ন বিনোদন-প্রকল্প। পর্যটকরা এখানে সমুদ্রে ডাইভিং করতে পারেন; পারেন বিভিন্ন ধরনের নৌকায় চড়ে ঘুরে বেড়াতে। মালদ্বীপের সবচে আকর্ষণীয় দৃশ্য দেখা যাবে কোরাল দ্বীপে। পর্যটকরা চাইলে সমুদ্রে মাছ ধরতে পারেন। আপনার মাছ ধরার অভিজ্ঞতা নেই? নো প্রবলেম। আপনার জন্য সহজে মাছ ধরার ব্যবস্থা আছে সেখানে। নিজে মাছ ধরুন এবং সেই মাছের রোস্ট দিয়ে ক্যান্ডেল ডিনার সারুন প্রিয় মানুষের সঙ্গে। যদি ডাইভিং করার আগ্রহ থাকে, তবে মালদ্বীপে যাওয়ার আগেই কিনে নিতে পারেন ডাইভিংয়ের কিছু প্রয়োজনীয় সামগ্রী। কারণ, এ দেশে ডাইভিংয়ের প্রয়োজনীয় উপকরণ ভাড়া করতে আপনাকে অনেক অর্থ ব্যয় করতে হবে।

সুবর্ণা. মালদ্বীপের সূর্য দ্বীপে যেতে রাজধানী মালে থেকে নৌকায় ৪ ঘন্টা সময় লাগে। এ দ্বীপে আছে মালদ্বীপের বৃহত্তম আরামদায়ক হোটেল। এর ইতিহাস অনেক পুরাতন। হোটেলের বিভিন্ন কক্ষ দ্বীপটির বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে। আপনি চাইলে নারিকেল গাছের নিচে শুয়ে সমুদ্রের ডাক শুনতে পারেন। আসলে হোটেলের কক্ষটিই তৈরি হয়েছে নারিকেল গাছের নীচে। ফলে আপনি নিজের ঘরে বসে উপভোগ করবেন সমুদ্রের মনোরম প্রাকৃতিক দৃশ্য। আপনি ঘর থেকে বের হয়ে সূর্যালোকে বসে বই পড়তে পারেন বা সমুদ্রে সাঁতার কাটতে পারেন।

 

প্রতিবছর বড় দিন ও নববর্ষে হোটেলের ভাড়া অনেক বেড়ে যায়। তখন প্রতিদিন আপনাকে কক্ষের ভাড়া বাবদ গুনতে হবে কমপক্ষে ৫০০ মার্কিন ডলার। ইউরোপ ও আমেরিকার অনেক পর্যটক এখানে এসে নববর্ষ বা বড় দিন উদযাপন করেন। এখানে বসে যেন স্বর্গের সুখ আর আনন্দ উপভোগ করা যায়। এ দ্বীপের হোটেলে অনেক ধরনের খাবার পাওয়া যায়। মুসলিম অধ্যুষিত দেশ বলে আপনি এখানে শুকরের মাংস পাবেন না। তবে পাবেন মাছ, মুরগী ও গরুর মাংস দিয়ে তৈরী নানা ধরনের সুস্বাদু ডিশ এবং বহু ধরনের মিষ্টি। এখানে বেড়াতে এলে আপনি বিশ্বের বিভিন্ন অঞ্চলের খাবার চেখে দেখার সুযোগ পাবেন।

আলিম. আচ্ছা, প্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়। আজকের অনুষ্ঠানও শেষ করতে হবে। আশা করি মালদ্বীপের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা শুনে আপনিও সেখানে বেড়াতে যাবার সিদ্ধান্ত মনে মনে নিয়ে ফেলেছেন। মালদ্বীপ বাংলাদেশের প্রতিবেশী দেশ। সুতরাং বাংলাদেশ থেকে সেখানে বেড়াতে যাওয়া খুব কঠিন কাজ নয়। ভারত থেকেও মালদ্বীপে যাওয়া-আসা খুব সহজ। আশা করি সুযোগ পেলে আপনিও সেখানে বেড়াতে যাবেন এবং দেখে আসবেন পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তাহলে, আজকের মতো এখানেই বিদায়। আগামী সপ্তাহে একই সময় আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাইচিয়ান।(সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040