Web bengali.cri.cn   
ইউয়ুননান প্রদেশের রহস্যময় জি'ই গিরিখাত
  2013-11-13 14:24:32  cri

 



দক্ষিণ-পশ্চিম চীনের ইউয়ুননান প্রদেশ একটি দারুণ সুন্দর জায়গা। সেখানে পাহাড়, নদী ও গ্রীষ্মমণ্ডলীয় বন--সবই দেখা যায়। ইউয়ুননান প্রদেশের উতিং জেলায় জি'ই গিরিখাত একটি দারুণ সুন্দর ও রহস্যময় দর্শনীয় স্থান। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে এ গিরিখাতে বেড়াতে যাবো।

আলিম. জি'ই গিরিখাত পর্যটন এলাকা উতিং জেলা থেকে প্রায় ১২৩ কিলোমিটার দূরে অবস্থিত। এর আয়তন ৩০ বর্গকিলোমিটার। এখানে দর্শনীয় স্থান আছে ১০টিরও বেশি। গিরিখাতের দৈর্ঘ্য ১২ কিলোমিটার, বিস্তার প্রায় ২০০ মিটার এবং সবচে সংকীর্ণ স্থান মাত্র ৬ মিটার। এখানে ৩০০ মিটারেরও বেশি গভীর স্থান আছে। গিরিখাতের নিচ দিয়ে বয়ে চলেছে তালিয়াং নদী। গিরিখাতের দু'পাশের পর্বতে আদিম বন দেখা আছে। এ বনে প্রচুর বানরের বাস। গিরিখাতের দু'পাশে সমতল ভূমিতে কয়েকটি গ্রাম আছে। গ্রামগুলি খুব কাছাকাছি অবস্থিত। তবে, একটি গ্রামের সাথে অন্য গ্রামের কোনো সংযোগপথ নেই। স্থানীয় অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য দারুণ সুন্দর।

সুবর্ণা. গিরিখাতের দারুণ সুন্দর দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে, অবাক করে। স্বাভাবিকভাবেই গিরিখাত দু'টি পাহাড়ের মাঝখানে অবস্থিত। এ দুটি পাহাড়ের মধ্যে ফাঁকা জায়গা খুব কম থাকায়, দর্শনীয় স্থানটিকে ইসিয়ানথিয়ান বলে ডাকা হয়। চীনা ভাষায় এর অর্থ 'এক রেখার আকাশ'। এখানে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে আকাশকে একটি রেখার মতো মনে হয়। এখানে দাঁড়ালে তালিয়াং নদীর কুলকুল শব্দ শোনা যায়, তবে নদীটি দেখা যায় না। শুধু নদীর শব্দ শুনতে বেশ রহস্যময় লাগে। সামনে এগিয়ে গেলে একটি প্রাচীনকালের পাথরপথ চোখে পড়বে। রাস্তার শেষ প্রান্তে পৌঁছাতে আপনাকে হাঁটতে হবে প্রায় দু'ঘন্টা। রাস্তাটি একটি অতি বিপদজনক ক্লিফে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এর বিস্তার এক মিটারের চেয়ে কম। এ পথে হাঁটার সময় আপনাকে অনেক সাবধানী হতে হবে।

আলিম. আচ্ছা, শ্রোতা, গান শোনা হল। গানের নাম এক রেখার আকাশ। গান শোনার আগে সুবর্ণা যে রাস্তার বিবরণ দিয়েছে, সেটি সুন্দর ও বিপজ্জনক। পর্যটকদের সাবধান হতে হবে। অবশ্য, স্থানীয় অঞ্চলের গ্রামবাসীরা প্রতিদিন এ রাস্তার মাধ্যমে বাইরে যাওয়া-আসা করে এবং সবসময় জিনিসপত্র পরিবহন করে। ওদের অভ্যেস হয়ে গেছে। পর্যটন এলাকার ভিতরে আরেকটি দর্শনীয় স্থানের নাম থিয়ানশেং সেতু। এটি আসলে একটি বিশাল প্রাকৃতিক পাথর। পাথরটিই সেতুর কাজ করে। একটি কবিতায় এ-সেতুকে দু'টি গ্রামের মধ্যে প্রেমের সেতু হিসেবে বর্ণনা করা হয়েছে। হাজার হাজার বছর ধরে দু'গ্রামের বাসিন্দারা এই পাথর-সেতুর উপর দিয়ে আসা-যাওয়া করছে। সুবর্ণা. মাল পরিবহনের জন্য স্থানীয় অঞ্চলের লোকেরা ঘোড়া ব্যবহার করে। পাহাড়ের রাস্তায় হাঁটার সময় ঘোড়ার ঘন্টাধ্বনিকে সংগীতের মতো মনে হয়। গিরিখাত ছাড়া, ফাওবাও জলাধার, রেশুইথাং উষ্ণপ্রস্রবণ, থুসি পুরনো রাস্তা ইত্যাদি দেখার মতো। এখানকার বৈশিষ্ট্যময় প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি স্থানীয় অধিবাসীদের সংস্কৃতিও পর্যটকদের আকর্ষণ করে থাকে।

আলিম. জি'ই গিরিখাতের আরেকটি দর্শনীয় স্থানের নাম ইউয়ুনশাংছুন। চীনা ভাষায় এর অর্থ মেঘের উপর গ্রাম। নামটি যেমন কবিতার মতো সুন্দর, তেমনি এটির ভোগৌলিক অবস্থানও বৈশিষ্ট্যময়। এ গ্রাম গিরিখাতের মধ্য-নিম্নাঞ্চলে অবস্থিত। ভোগৌলিক পরিবর্তনের কারণে গিরিখাতের মাঝখানে একটি সমতল ভুমি সৃষ্টি হয়েছে। এই ভূমিতেই গড়ে উঠেছে গ্রাম। এর চারদিকে ক্লিফ। দূর থেকে অনেকসময় গ্রামটিকে মনে হয় মেঘের উপর ভাসছে। এ জন্য লোকেরা একে 'মেঘের উপর' বা 'ইউয়ুন শাং' বলে ডাকে।

সুবর্ণা. চিনশা নদীর প্রায় ৩০ কিলোমিটার জি'ই গিরিখাত এলাকায় অবস্থিত। নদীর স্রোত কোথাও দ্রুত, কোথাও ধীরলয়ের। নদীতে মাছ-ধরা নৌকা ও স্পিডবোট যাতায়াত করে। শীতকাল ও বসন্তকালে নদীর পানি কমে যায়। তখন ছোট-বড় দ্বীপ নদীতে ভেসে ওঠে। বড় আকৃতির একেকটি দ্বীপ ফুটবল মাঠের সমান। এসময় এসব দ্বীপ পাখিদের কলকাকলীতে মুখরিত হয়। দ্বীপে নানা আকারের ছোটবড় পাথর দেখা যায়। দেখতে ভারী সুন্দর লাগে। পর্যটকরা দ্বীপগুলোতে ঘুড়ে বেড়াতে পারেন; ধরতে পারেন মাছ, কাটতে পারেন সাঁতার। বেশ মজার ব্যাপার। নদীর দু'পাশের গ্রাম তখন অসংখ্য সবুজ কলা গাছের আড়ালে যেন লুকিয়ে থাকে। শীতকাল হলেও গাছের পাতা তখন সবুজই থাকে, বসন্তকালের মতো।

আলিম. পর্যটকরা জাহাজে বা নৌকায় বসে চিনশা নদীর দু'পাশের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। শীতকালে যদিও পানির পরিমাণ একটু কম, তবে দু'পাশের দৃশ্য দারুণ সুন্দর। যেমন উঁচু পাহাড়, ছোট গ্রাম, কাঠের তক্তা, নদীর দু'পাশে কৃষকদের জমিচাষের দৃশ্য ইত্যাদি। পরিদর্শন শেষে রেশুইথাং প্রাকৃতিক উষ্ণপ্রস্রবণে গিয়ে স্নান করা যায়। সেখানে স্নান করা শরীরের জন্য ভালো।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040