|
1023lvyou
|
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন বর্তমান সময়ের বাংলাদেশের রাজনীতির একজন বিশেষ ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দিপু মনি। মাননীয় মন্ত্রী, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য স্বাগত জানাই, এবং আপনার মূলবান সময় দেবার জন্য জন্য সি আর আই-এর পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা এবং অভিনন্দন।
১.মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, চীন সরকারের নতুন নেতৃত্বের শপথগ্রহণের পর এটাই আপনার প্রথম চীন সফর। এবারের সফরে আপনি চীনা নেতাদের সঙ্গে বাংলাদেশ ও চীনের পারস্পরিক বিনিময় ও সহযোগিতাসহ কী কী বিষয় নিয়ে আলোচনা করবেন?
২. চীনের প্রেসিডেন্ট সি চিন পিং 'চীনের স্বপ্ন' ও 'বিশ্বের স্বপ্ন' নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম এবং মহলে অনেক কথা বলেছেন, করেছেন ব্যাখ্যা- বিশ্লষণ। এ সম্পর্কে আপনার মতামত কী?
৩. জাতীয় পুনরুত্থান ও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বপ্ন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গী কী? বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন?
৪. এবারের সফরে আপনি সিআইআইএসএস-এর একটি আলোচনা সভায় অংশ নেবেন এবং ভাষণ দেবেন। সভায় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় আপনি কী কী নতুন বিষয় তুলে ধরবেন?
৫. চলতি বছরের জুন মাসে চীনের খুনমিং শহরে প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলা সাফল্যের সঙ্গে আয়োজিত হয়েছে। মেলায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছে। চীন-দক্ষিণ এশিয়া মেলা দু'দেশের আর্থ-বাণিজ্যিক আদান-প্রদানের ক্ষেত্রে কী ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? চীন ও বাংলাদেশকে সংযুক্তকারী শহর হিসেবে খ্যাত খুনমিং দু'দেশের আদান-প্রদানে কী কী বিশেষ ভুমিকা পালন করছে? ভবিষ্যতে চীন ও বাংলাদেশ আর কোন কোন খাতে পরস্পরকে সহযোগিতা করতে পারে?
৬. চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ২০১০ সাল থেকে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে প্রচারিত হচ্ছে। অদূর ভবিষ্যতে প্রতিদিন ১৮ ঘন্টার বাংলা ও ইংরেজি অনুষ্ঠান বাংলাদেশের শ্রোতারা শুনতে পাবেন। সিআরআইয়ের বাংলা বিভাগের কাছে আপনার প্রত্যাশা কী? কোন ধরনের অনুষ্ঠানের ওপর আমাদের গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমাদের শ্রোতাবন্ধুদের উদ্দেশে কিছু বলবেন কি?
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |