Web bengali.cri.cn   
Mr.bean's holiday
  2013-10-17 10:27:07  cri

এদিকে সেই ছেলেটির বাবা ছিলেন কান চলচ্চিত্র উত্সবের একজন বিচারক এবং রাশিয়ার একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। কিন্তু মি: বিন ছেলেটিকে তার বাবার কাছে পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ, আর এ ক্ষেত্রে ছেলেকে পৌঁছে দেবার পথে নানা রকম সব কষ্টকর ব্যাপার স্যাপার আর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় হলো, মি: বিন নিজের মানিব্যাগ এবং পাসপোর্ট হারিয়ে ফেলেন এবং ফলে টাকার অভাবের মারাত্মক দুরাবস্থায় পড়ে যায়। এ অবস্থায় তারা সিদ্ধান্ত নেয় যে, টাকা সংগ্রহে কিছু একটা করতে হবে। এ জন্য দু'জনে মিলে পথ-সঙ্গীত পরিবেশন করে অপ্রত্যাশিতভাবে অনেক টাকা উপার্জন করে।

প্রিয় শ্রোতা, আপনার এখন চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে তাদের দু'জনের রাস্তায় সঙ্গীত পরিবেশ করার দৃশ্য বর্ণনা করা হচ্ছে।

এদিকে রাস্তার পাশের দোকানে টিভিতে প্রচারিত খবরের মাধ্যমে মি: বিন জানতে পরে যে, সে একটি ছেলে অপহরণকারী, যাকে পুলিশ সারা ফ্রান্স জুড়ে হন্য হয়ে খুঁজছে। এ রকম সংকটে পড়ে মি: বিন মনে মনে ভাবলেন যে জেলখানায় ছুটি কাটানো এড়াতে হলে পুলিশকে ফাঁকি দিয়েই চুপেচুপে ছেলেটিকে তার বাবার কাছে পৌঁছে দিতে হবে। এদিকে যাত্রা পথে হলিউডের একজন অভিনত্রীর সঙ্গে তার সাক্ষাত হয়, যিনি কান চলচ্চিত্র উত্সবে অংশ নিতে কানে যাচ্ছিলেন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040