Web bengali.cri.cn   
হাইনান এয়ারলাইন্সের অগ্রগতি
  2013-10-12 19:30:59  cri

পরিসংখ্যান বলছে, চীনের হাইনান এয়ারলাইন্স কোম্পানি লিমিটেড অর্থাত্ হাইনান এয়ারলাইন্স ২০১২ সালে প্রায় ২ কোটি ৩০ লাখ যাত্রী পরিবহন করেছে। এটা ২০১১ সালের থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যাত্রীদের মধ্যে ৮৫ শতাংশের বেশি হলো চীনা নাগরিক। এখন চীনের পেইচিং, সিআন, উরুমুচি ও কুয়াংচৌসহ কয়েক শহর হচ্ছে হাইনান এয়ারলাইন্সের প্রধান যাত্রী-উত্স স্থান।

চীনের অভ্যন্তরীণ বাজার সুসংহত করার পাশাপাশি হাইনান এয়ারলাইন্স সক্রিয়ভাবে বিদেশের বাজারে বিকশিত হওয়ার প্রচেষ্টা চালিয়েছে। তারা বিদেশে একীভূতকরণ ও অধিগ্রহণ পদ্ধতিতে আন্তর্জাতিক বিমান রুটের কিছু বিরল সম্পদ অর্জন করেছে।

২০১০ সালে হাইনান এয়ারলাইন্স অস্ট্রেলিয়ার আলকো অর্থ গোষ্ঠির বিমান ভাড়া ব্যবসা একীভূত করে। ২০১২ সালে এ এয়ারলাইন ফ্রান্সের আইগলে আজুর এয়ার‌লাইন্সকে (Aigle Azur) একীভূত করে এবং মধ্য আফ্রিকার তহবিলের সঙ্গে যৌথভাবে ঘানার আওয়া (AWA) এয়ারলাইন্সে বিনিয়োগ করেছে। হাইনান এয়ারলাইন্স চীনের বেসরকারি এয়ারলাইন্সগুলোর মধ্যে বিদেশি বাজারে প্রবেশের অগ্রদূত হয়েছে।

হাইনান এয়ারলাইন্সের বাজার বিক্রয় বিভাগের উপ-ব্যবস্থাপক ইউয়ান হুই ফাং বলেন, "আসলে ২০০৮ সাল থেকে ২০১০ ও ২০১১ সাল পর্যন্ত আমাদের আন্তর্জাতিকীকরণের গতি ছিল অত্যন্ত দ্রুত। পেইচিং থেকে শিকাগোগামী ফ্লাইট এ বছরের ৩ সেপ্টেম্বর থেকে চালু হবে। এটা হচ্ছে উত্তর আমেরিকায় আমাদের তৃতীয় রুট। হাইনান এয়ারলাইন্সের জাম্বু যাত্রীবাহী বিমান আমদানি করার পর আমাদের আন্তর্জাতিকীকরণ অবশ্যই আমাদের ভবিষ্যত বাজারের এক গুরুত্বপূর্ণ দিক হবে।"

এখন পেইচিং হচ্ছে হাইনান এয়ারলাইন্সের আন্তর্জাতিক এয়ারলাইনের সংযোগস্থল। এ কোম্পানির আন্তর্জাতিক এয়ারলাইনের গন্তব্যস্থান প্রায় ২০টি। সেগুলো প্রধানত ইউরোপ, উত্তর আমেরিকা, আফ্রিকা আর দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এর মধ্যে রাশিয়া আর মধ্য এশীয় অঞ্চলে হাইনান এয়ারলাইন্সের চারটি গন্তব্যস্থান রয়েছে। সেগুলো হলো মস্কো, সেন্ট পিটারসবার্গ, ইর্খুতস্ক আর আলমা-আতা। চীনের এয়ারলাইন্সগুলোর মধ্যে এ অঞ্চলে হাইনান এয়ারলাইন্সের গন্তব্যস্থান সবচেয়ে বেশি।

দক্ষিণ চীনের হাইনান দ্বীপ হচ্ছে রুশ পর্যটকদের ছুটি কাটানোর পছন্দের জায়গা। হাইনান এয়ারলাইন্সের যাত্রীদের মধ্যে রুশ পর্যটকদের লক্ষণীয় স্থান আছে। হাইনান-ভিত্তিক এ এয়ারলাইন সবসময় হাইনান থেকে সরাসরি মস্কোগামী ফ্লাইটের ওপর গুরুত্ব দিয়ে আসছে। এ এয়ারলাইনের ফ্লাইট সবচেয়ে বেশি এবং বিমানও সবচেয়ে ভালো।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040