Web bengali.cri.cn   
পর্যটকদের স্বর্গ থাইল্যান্ডে 'চলুন বেড়িয়ে আসি'
  2013-09-11 10:54:12  cri

আলিম. এটি থাইল্যান্ডের বৈশিষ্ট্যময় হাল্কা ধরনের খাবার, তাই না? আচ্ছা, ওখান আর কোন কোন খাবার আপনার ভালো লাগে? 'ভালো লেগেছে' না বলে 'ভালো লাগে' বললাম, কারণ, আপনিতো নিয়মিতই সেখানে যাওয়া-আসা করছেন। কয়েকদিন পর আবারো আপনি থাইল্যান্ডে বেড়াতে যাবেন শুনেছি।

সুবর্ণা. হ্যা, আপনি ঠিকই শুনেছেন। আমি আবারো সেখানে যাবো। আগেই বলেছি, জায়গাটা আমার খুব প্রিয়। সুযোগ পেলেই আমি সেখানে যেতে চাই। সে যাক, আপনি জানতে চাইছিলেন, ওখানকার খাবার সম্পর্কে। অবশ্যই সমুদ্রের কাছে বসে সামুদ্রিক খাবার আমার পছন্দ। রোস্ট চিংড়ি ও শেল আমার বেশ ভালো লাগে। এক কথায় থাইল্যান্ডের যে-কোনো খাবারই আমার ভালো লাগে। আসলে, বেড়াতে যাওয়ার আনন্দে সবকিছুই তখন ভালো লাগে; নিজেকে কেমন সুখী সুখী লাগে।

আলিম. আচ্ছা, থাইল্যান্ডের স্পা বা মাসাজ শিল্পতো পৃথিবী বিখ্যাত। সে সম্পর্কে শ্রোতাদের কিছু বলুন।

সুবর্ণা. মাসাজ বা স্পা আমার খুব প্রিয়। যখনই আমি থাইল্যান্ডে বেড়াতে যাই, সেখানকার স্পা বা মাসাজ আমি উপভোগ করি। থাইল্যান্ডের মাসাজ ও চীনের ঐতিহ্যিক মাসাজের মধ্যে কিছু পার্থক্য আছে। থাইল্যান্ডের মাসাজ-কর্মীদের হাতের কাজ আমার ভালো লাগে। তারা বিভিন্ন ভঙ্গিতে অতিথির শরীর মাসাজ করেন, যা বেশ মজার।

আলিম. একবার স্পা বা মাসাজ করাতে কেমন খরচ হয়?

আলিম. আচ্ছা, সামুই দ্বীপের বিভিন্ন মজার অভিজ্ঞতা পরিচয় দেয়ার পর আবার গানের পালা। গানের নাম 'থাইল্যান্ডের কাহিনী'। চীনের পরিচালক কর্তৃক নির্মিত থাইল্যান্ড সম্পর্কিত একটি চলচ্চিত্রের থিম সংগীত এটি।

আলিম. সুন্দর গানটি শোনার পর এখন থাইল্যান্ডের দ্বীপগুলোতে পর্যটনের মৌসুম সম্পর্কে কিছু তথ্য জানাই। সাধারণত প্রতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত থাইল্যান্ডে গ্রীষ্মকাল, বর্ষাকাল মে থেকে আগস্ট পর্যন্ত। অক্টোবর মাস থেকে সামুই দ্বিতীয় বর্ষাকালে প্রবেশ করে এবং স্থায়ী হয় ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত।

সুবর্ণা. গ্রীষ্মকালে এ দ্বীপের আবহাওয়া অনেক গরম। শীতকালে এখানকার আবহাওয়া আরামদায়ক। অনেক পর্যটক শীতকালে এখানে বেড়াতে আসেন। তবে, মনে রাখতে হবে, শীতকালে এখানকার হোটেলের ভাড়া অনেক বেশি।

আলিম. বন্ধুরা, সামুই দ্বীপে যাওয়ার চিন্তা-ভাবনা কি শুরু করে দিয়েছেন? তাহলে, আপনার বাজেট এখনই ঠিক করে ফেলুন। বলা যায় না, সেখানে আপনার সঙ্গে দেখা হয়ে যেতে পারে সুবর্ণার। হা হা হা। ....বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করবো। তবে, শেষ করবার আগে এ সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে: সামুই দ্বীপ থাইল্যান্ডের বড় দ্বীপগুলোর মধ্যে কত নম্বর স্থানে আছে?

সুবর্ণা. প্রশ্নটি আবার বলি: সামুই দ্বীপ থাইল্যান্ডের বড় দ্বীপগুলোর মধ্যে কত নম্বর স্থানে আছে?

আলিম. থাই ভাষার এই সুন্দর গানের মধ্য দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।

সুবর্ণা. আমরা আপনাদের চিঠি অপেক্ষায় রইলাম। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn

 (সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040