Web bengali.cri.cn   
সি চিন পিং ও মেক্সিকোর প্রেসিডেন্টের সাক্ষাত্
  2013-09-05 10:34:02  cri

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিখ পেনা নিয়েতো

সেপ্টেম্বর ৫: সি চিন পিং ও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিখ পেনা নিয়েতো বুধবার সেন্ট পিটারসবার্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাতে সি চিন পিং বলেন, এ বছর জুনে আমি মেক্সিকোয় একটি সফল রাষ্ট্রীয় সফর করেছি। চীন ও মেক্সিকোর সম্পর্ক নতুন স্তরে উন্নীত হয়েছে। দু'পক্ষেরই বাস্তবসম্মতভাবে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, নিরন্তরভাবে দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে মজবুত করা, বিশেষ করে দ্বিপাক্ষিক বিনিয়োগ এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সম্প্রসারণ করা, অবকাঠামো নির্মাণসহ নানা ক্ষেত্রের সহযোগিতা আরো জোরদার করা উচিত। চীন দ্রুততম সময়ের মধ্যে মেক্সিকোর সঙ্গে যৌথভাবে চীন-লাটিন আমেরিকা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠা এবং দু'পক্ষের সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কোন্নয়নের জন্য জোর প্রচেষ্টা চালাতে চায়।

জবাবে পেনা বলেন, এখন মেক্সিকো ও চীনের সম্পর্ক অত্যন্ত ভালো। মেক্সিকো চীনের সঙ্গে ইতিবাচক ও স্থিতিশীল সম্পর্ক উন্নয়ন করার ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। মেক্সিকো আশা করে, দু'দেশের বাণিজ্যের পরিমাণ আরো বৃদ্ধি পাবে এবং আরো বেশি চীনা পণ্য মেক্সিকোর বাজারে প্রবেশের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। মেক্সিকো চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সে দেশের অবকাঠামো নির্মাণসহ নানা ক্ষেত্রে বিনিয়োগে স্বাগত জানায়।

উল্লেখ্য, সি চিন পিং ও পেনা দু'দেশের সরকারী উচ্চ পর্যায়ের বিনিয়োগ কর্মগ্রুপের স্মারকলিপির স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (ইয়ু/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040