Web bengali.cri.cn   
চীনের ছিং হাই প্রদেশের রেকুং অঞ্চলের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার
  2013-09-03 20:16:24  cri

    সুপ্রিয় শ্রোতা, চীনের ছিংহাই প্রদেশের তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলের থুং রেন জেলার আরেকটি তিব্বতি নাম হল 'রে কুং'। 'রেকুং আঞ্চলিক পরিবেশনামূলক শিল্পকলা' ২০০৯ সালে ইউনেস্কোর 'মানব জাতির অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার তালিকার' মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি আমি এবং সহকর্মী সাইদুল রহমান লিপন একসাথে সেখানে গিয়ে অনেক অপূর্ব প্রাকৃতিক ও সাংস্কৃতি দৃশ্য দেখা আসলাম। আজকের খোলামেলা অনুষ্ঠানে আমরা রেকুং অঞ্চলের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে আলাপ করবো। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং আমার সঙ্গে আছেন সহকর্মী সাইদুর রহমান লিপন।(স্বর্ণা/লিপন)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040