Web bengali.cri.cn   
রজনী
  2013-09-02 16:01:16  cri

আমার বাংলা নাম রজনী। 'রজনী' মানে রাত। রাতে সবকিছু প্রশান্ত এবং আকাশে অগণিত তারা দেখা যায়। তাই অনেকে রাত ভালোবাসে।

আমার দেশ সমুদ্রতীরে অবস্থিত। আবহাওয়া খুব ভালো। এখানে সারা বছর মাছ পাওয়া যায় এবং লোকে মাছ খেতে পছন্দ করে।

ছোটবেলা থেকেই আমি ছবি আঁকতে খুব পছন্দ করি। বলা যায়, ছবি আমার প্রাণ, আমার ভাষা। ছবি আঁকা আমার সাধনা, ছবিই আমার স্বপ্ন। সমস্ত জীবন ধরে ছবি আঁকতে চাই। আমি চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখি।

আমি এখন চীন যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। এখানে বাংলা ভাষা পড়ছি। এই দুই বছর ধরে আমি অনেক কিছু শিখেছি। আমি আর আমার সহপাঠীরা বাংলায় কখা বলার চেষ্টা করি। আমার বাঙালি বন্ধু আছে। ছুটির দিনে আমরা মাঝে মাঝে একসঙ্গে বসে গল্প করি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি।

বই পড়তে আমি ভালোবাসি। বাংলা ভাষা পড়ে আমি অনেক বাংলা সাহিত্যিকের কথা শুনেছি। যেমন: নজরুল ইসলাম এবং শরৎচন্দ্র। নজরুল ইসলামের একটি কবিতা শিখে আমি শরৎ সমগ্র পড়বো।

ছোটবেলায় চীনের শিশুরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শেখে। সম্ভব হলে, আমি রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো চীনা ভাষায় অনুবাদ করতে চাই। আমি জানি যে, এই কাজ সহজ নয়। আমি যদি এই কাজ করতে চাই, তাহলে আমাকে বাংলা শিখতে খুব চেষ্টা করতে হবে।

আমার মনে হয় বাংলা ভাষা একটু কঠিন। তাই প্রতিদিন যতটা বেশি পারি লিখবো এবং পড়বো। একদিন সবাই বলবে আমি ভালো বাংলা শিখেছি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040