Web bengali.cri.cn   
ললিতা
  2013-09-02 15:59:23  cri

আমি ললিতা । চীন যোগাযোগ বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা ভাষা বিষয়ে পড়ছি। আমি একজন দ্বীপবাসী। কারণ আমার শহর দক্ষিণ চীনদেশের একটি দ্বীপে। সেখানে অনেক দ্বীপ আছে। গাছপালা, পাখি, ফুল, বেলাভূমি দিয়ে ঘেরা এই দ্বীপ শহর। বলা যায়, আমার শহর সমুদ্রের মধ্যে একটি সুন্দর বাগান।

ছোটবেলা থেকেই বৌদ্ধধর্মের সংস্কৃতি আমার ওপর প্রভাব ফেলেছে। দক্ষিণ এশিয়া থেকে এই ধর্ম চীনে বিস্তার লাভ করে প্রায় দু'হাজার বছর আগে। এখনও চীনদেশের কোনো কোনো জায়গায় এই ধর্মের প্রচলন রয়েছে। আমার জন্মভূমি এ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি তীর্থস্হান। বাংলাদেশ ও ভারতে একসময় বৌদ্ধ ধর্ম খুব প্রচলিত ছিল। বলা যায়, এই অঞ্চল ছিল বৌদ্ধ ধর্মের উদ্ভবস্হান। একজন বিশ্বাসী হিসেবে আমি তাই সেখানে ভ্রমণ করতে চাই।

দু'বছর ধরে আমি বাংলা পড়ছি। লেখাপড়ার সময়টা আমি খুব উপভোগ করি। এই ভাষা বাঙালির সাহিত্য আর কল্পনায় ভরা। যেমন, মাশরুমকে বাংলায় বলা হয় 'ব্যাঙের ছাতা'। খুব মজা, তাই না?মনে হয়, বঙ্গভূমির বিভিন্ন প্রাকৃতিক অবস্থা আর মিশ্র জাতির এই দেশে বাংলা ভাষা কালক্রমে বাংলা সংস্কৃতির সুন্দর একটি প্রতীক হয়ে উঠেছে। আমার পরিকল্পনা আছে যে আমি বাংলা ছাড়াও দক্ষিণ এশিয়ার অন্য ভাষাও শিখবো। যেমন: হিন্দি, সংস্কৃত। এ ভাবে দক্ষিণ এশিয়ার সংস্কৃতি আরও ভাল করে চর্চা করতে পারবো।

কয়েক বছর আগে থেকেই আমি একজন স্বেছাসেবক হিসেবে কিছু কিছু কাজ করেছি। যেমন: গরিব শিশুদের লেখাপড়া শেখানো। অন্যকে সাহায্য করার মাধ্যমে অনেক আনন্দ পেয়েছি।

আমি সংস্কৃতি বা মানবতাবাদী কর্মী হয়ে কাজ করার স্বপ্ন দেখি। আশা করি, ভবিষ্যতে ভাষা ও সংস্কৃতি চর্চা করার জন্য আমি বাংলাদেশে যেতে পারবো।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040