Web bengali.cri.cn   
চন্দন
  2013-09-02 15:41:47  cri

আমি চন্দন; চীনের যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের বাংলাভাষা বিভাগের ছাত্র। আমার জন্ম দক্ষিণ চীনের হুপেই প্রদেশে। আমার জন্মস্থান একটি খুব সুন্দর জায়গা। সেখানকার প্রাকৃতিক দৃশ্য, নদী, পাহাড় আর মানুষ – সবই সুন্দর।

আমি বাংলাভাষা শিখছি এটা শুনলে অনেকে অবাক হন। কেন? কেন অবাক হন আমি জানি না। তবে আপনাকে জানিয়ে দিচ্ছি কেন আমি বাংলাভাষা পড়ছি। আসলে বাংলা শেখা আমার ইচ্ছে অনুযায়ী হয়নি। বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেদের প্রাধান্য কম; মেয়েরাই বিশ্বের অধিক প্রচলিত ভাষা বিভাগগুলোতে সুযোগ পায়। তাছাড়া আমার মেধাও ভাল না, যদিও ভাষা শেখার জন্য সেটা খুব দরকারি। আসলে আমি একটি অলস ছেলে। তাই ভাষা শেখা আমার জন্য একটি ভাল নির্বাচন নয়।

তবে বাংলা ভাষা শিখতে এসে আমি আবিস্কার করি এ ভাষার লেখা খুব সুন্দর। আর বাংলা সম্পর্কে আমি অনেক সুন্দর গল্পও শুনেছি। এগুলো শোনার পর আমার বাংলাভাষা শেখার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। আমি বাংলাভাষা পড়ছি দু'বছর ধরে। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কেও জেনেছি ইতোমধ্যে। তবে বেশি জেনেছি দেশটির প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে। যেমন বাংলাদেশের ফুল, নদী, ঋতু, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি।

আর বাংলাদেশের মানুষ, তাদের মানবিকতা, দেশটির শহর, ইত্যাদি সম্পর্কেও জেনেছি। তবে আমি জানি, যেটুকু শিখেছি, তা একটি দেশ, তার মানুষ, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে ভাল করে জানার জন্য যথেষ্ট নয়।

আমার বাংলা শিক্ষকের চোখে আমি একটি ছোট্ট ছেলে। আমার বাংলা শিক্ষক খুব কড়া। আমার একটি স্বপ্ন আছে। সেটি হলো আমি বাংলাদেশে একটি কনফুসিয়াস স্কুল প্রতিষ্ঠা করবো এবং আমি একজন চীনাভাষার ভাল শিক্ষক হবো। আমার স্বপ্ন বাস্তবায়নে আমি ভাল করে বাংলাভাষা শেখার চেষ্টা করতে চাই।

আমার শখ নানা ধরনের কম্পিউটার গেমস খেলা, বাস্কেটবল খেলা, বই পড়া আর গান গাওয়া।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040