Web bengali.cri.cn   
কাও রুই হুং
  2013-09-02 15:19:09  cri

বৃষ্টি পড়ে টাপুর-টুপুর। আমার নাম টুপুর। আমার জন্ম ইউয়ান নান প্রদেশে। ইউয়ান নান প্রদেশে বহু আকর্ষণীয় পর্যটন স্থান আছে। এখানে উপভোগ করার মতো অনেক চমৎকার প্রাকৃতিক দৃশ্য রয়েছে। আপনাদের সবাইকে আমার এই সুন্দর জন্মভূমি ভ্রমনে স্বাগত জানাই।

আমি দু বছর ধরে বাংলা ভাষা শিখছি। বাংলা ভাষা শিখতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু বাংলা ভাষা শিখতে এসে আমি বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জেনেছি। জেনেছি বাংলাদশের ইতিহাস‌, সংস্কৃতি, প্রাকৃতিক পরিবেশ, মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ইত্যাদি। এ সবকিছু জানতে খুবই মজা পাচ্ছি। যদিও বাংলা ভাষা শেখা কঠিন একটি ব্যাপার, তবুও এই ভাষা শিখতে আমি বড্ডো উৎসাহ পাচ্ছি। শব্দ মনে রাখা, ব্যাকরণ শেখা, রচনার অর্থ উদ্ধার করা আর কথা বলার চর্চা করা অতি প্রয়োজনীয় কিছু বিষয়। কিন্তু আমি বিশ্বাস করি ভালমতো চর্চা করলেই ভাল ফল অর্জন করতে পারবো। আশাকরি বাংলা ভাষা শিক্ষা ভবিষ্যতে আমার পেশা জীবনে কাজ পেতে সহায়তা করবে।

গ্রীষ্মের ছুটিতে আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে একজন শিক্ষানবিস কর্মী হিসেবে কাজ করেছি। এই কাজ আমাকে বাংলাভাষার গুরুত্ব উপলব্ধি করতে সহায়তা করেছে। এই শিক্ষাপদ্ধতিতে আমি সব সময় আমার নিজের ত্রুটি ও গুণ খুঁজে বার করার চেষ্টা করেছি। যাতে আমি নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারি। এককথায়, আমি একটি সুন্দর অভিজ্ঞতা উপভোগ করেছি। আমার ধারণা, সম্প্রচার কর্মজীবন খুবই মহত্। এতে মানুষে মানুষের আদান-প্রদানের বন্ধন তৈরী করা যায়। চীন-বাংলাদেশের মাঝে সংস্কৃতির বিনিময় এবং সম্প্রচার করা আমার স্বপ্ন। কবে আমার স্বপ্ন পূরণ হবে?

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040