Web bengali.cri.cn   
সি চিন পিং
  2013-08-30 15:46:25  cri

নাম: সি চিন পিং। লিঙ্গ: পুরুষ। জাতি: হান। ১৯৫৩ সালের জুনে সেনসি প্রদেশের ফুপিং-য়ে জন্ম। চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সিপিসির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান।

১৯৬৯-১৯৭৫: সেনসি প্রদেশের ইয়াংছুং জেলার ওয়েনআংজে থানার লিয়াংচাহো গ্রামের স্কুলের স্নাতক; গ্রামের পার্টি শাখার সম্পাদক।

১৯৭৫-১৯৭৯: ছাংহুয়া বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র

১৯৭৯-১৯৮২: চীনের রাষ্ট্রীয় পরিষদ কার্যালয়ের সম্পাদক এবং সিপিসির কেন্দ্রীয় সামরিক কমিটির কার্যালয়ের সম্পাদক (তখন সামরিক কর্মকর্তা ছিলেন)

১৯৮২-১৯৮৩: হোপেই প্রদেশের জেনডিয়েন জেলার কমিউনিষ্ট পাটির উপ-সম্পাদক

১৯৮৩-১৯৮৫: হোপেই প্রদেশের জেনডিয়েন জেলার কমিউনিষ্ট পাটির সম্পাদক; জেলার সামরিকবিষয়ক বিভাগের প্রথম কমিশনার এবং পার্টি কমিটির প্রথম সম্পাদক।

১৯৮৫-১৯৮৮: ফুচিয়েন প্রদেশের শামেন শহরের কমিউনিষ্ট পাটির স্থায়ী সদস্য; শামেন শহরের উপ-মেয়র

১৯৮৮-১৯৯০: ফুচিয়েন প্রদেশের সিপিসি নিংদে প্রিফ্যাকচারাল কমিটির সম্পাদক; নিংদে সামরিক উপ-অঞ্চলের কমিউনিষ্ট পাটির প্রথম সম্পাদক

১৯৯০-১৯৯৩: ফুচিয়েন প্রদেশের ফুচৌ শহরের সিপিসির সম্পাদক; ফুচৌ শহরের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সভাপতি; ফুচৌ সামরিক উপ-অঞ্চলের সিপিসির প্রথম সম্পাদক

১৯৯৩-১৯৯৫: ফুচিয়েন প্রদেশের সিপিসি কমিটির স্থায়ী সদস্য ও ফুচৌ শহরের সিপিসির কমিটির সম্পাদক; শহরের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সভাপতি; ফুচৌ সামরিক উপ-অঞ্চলের সিপিসির প্রথম সম্পাদক

১৯৯৫-১৯৯৬: ফুচিয়েন প্রদেশের সিপিসি কমিটির উপ-সম্পাদক; ফুচৌ শহরের সিপিসি কমিটির সম্পাদক, শহরের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সভাপতি; ফুচৌ সামরিক উপ-অঞ্চলের প্রথম সম্পাদক

১৯৯৬-১৯৯৯: ফুচিয়েন প্রদেশের সিপিসি কমিটির উপ-সম্পাদক; ফুচিয়েন প্রাদেশিক বিমান-বিধ্বংসী গোলন্দাজ রিজার্ভ বিভাগের প্রথম কমিশার।

১৯৯৯-২০০০: ফুচিয়েন প্রদেশের সিপিসি কমিটির উপ-সম্পাদক, ফুচিয়েন প্রদেশের ভারপ্রাপ্ত গর্ভনর, নানচিন সামরিক অঞ্চল পরিচালিত জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি কমিটির উপ-পরিচালক, ফুচিয়েন প্রাদেশিক জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি কমিটির পরিচালক, ফুচিয়েন প্রাদেশিক বিমান-বিধ্বংসী গোলন্দাজ রিজার্ভ বিভাগের প্রথম কমিশার।

২০০০-২০০২: ফুচিয়েন প্রদেশের সিপিসি কমিটির উপ-সম্পাদক, ফুচিয়েন প্রদেশের গর্ভনর, নানচিন সামরিক অঞ্চল পরিচালিত জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি কমিটির উপ-পরিচালক, ফুচিয়েন প্রাদেশিক জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি কমিটির পরিচালক, ফুচিয়েন প্রাদেশিক বিমান-বিধ্বংসী গোলন্দাজ রিজার্ভ বিভাগের প্রথম কমিশার (১৯৯৮-২০০২: ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে মার্কসবাদ তত্ত্ব ও নৈতিক ও রাজনৈতিক শিক্ষার ছাত্র; পরে আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ)

২০০২: যেচিয়াং প্রদেশের সিপিসি কমিটির উপ-সম্পাদক, যেচিয়াং প্রদেশের ভারপ্রাপ্ত গর্ভনর, নানচিন সামরিক অঞ্চলের অধীনে জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি কমিটির উপ-পরিচালক, যেচিয়াং প্রদেশের জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি কমিটির পরিচালক।

২০০২-২০০৩: যেচিয়াং প্রদেশের সিপিসি কমিটির সম্পাদক, প্রদেশের ভারপ্রাপ্ত গর্ভনর, যেচিয়াং প্রদেশের সামরিক এলাকার পার্টি কমিটির প্রথম সম্পাদক, নানচিন সামরিক অঞ্চলের অধীন জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি কমিটির উপ-পরিচালক, যেচিয়াং প্রাদেশিক জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি কমিটির পরিচালক।

২০০৩-২০০৭: যেচিয়াং প্রদেশের সিপিসি কমিটির সম্পাদক, যেচিয়াং প্রদেশের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সভাপতি, যেচিয়াং প্রদেশের সামরিক এলাকার পার্টি কমিটির প্রথম সম্পাদক।

২০০৭ : শাংহাই শহরের সিপিসি কমিটির সম্পাদক, শাংহাই গ্যারিশন কমান্ডের সিপিসি কমিটির প্রথম সম্পাদক

২০০৭-২০০৮: সিপিসির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, সিপিসির কেন্দ্রীয় কমিটির সদস্য-সম্পাদক; কেন্দ্রীয় পার্টি স্কুলের প্রেসিডেন্ট

২০০৮-২০১০: সিপিসির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, সিপিসির কেন্দ্রীয় কমিটির সদস্য-সম্পাদক, গণ প্রজাতন্ত্রী চীনের ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় পার্টি স্কুলের প্রেসিডেন্ট

২০১০-২০১২: সিপিসির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, সিপিসির কেন্দ্রীয় কমিটির সদস্য-সম্পাদক, চীনের ভাইস প্রেসিডেন্ট, সিপিসি ও কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় পার্টি স্কুলের প্রেসিডেন্ট।

২০১২---: সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সিপিসি কেন্দ্রীয় সামরিক কমিশনের সভাপতি, চীনের ভাইস প্রেসিডেন্ট, পিআরসি কেন্দ্রীয় সামরিক কমিশনের সহ-সভাপতি, কেন্দ্রীয় পার্টি স্কুলের প্রেসিডেন্ট।

সিপিসির ১৫তম জাতীয় কংগ্রেসের বিকল্প সদস্য, সিপিসির ১৬তম ও ১৭তম জাতীয় কংগ্রেসের সদস্য, সিপিসির ১৭তম জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও সিপিসির কেন্দ্রীয় কমিটির সম্পাদক, ১৮তম কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সাধারণ সম্পাদক। ১১তম জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে চীন গণ প্রজাতন্ত্রের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন; সিপিসির ১৭তম জাতীয় কংগ্রেসের পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে সিপিসির কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন; ১১তম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ১৭তম অধিবেশনে চীন গণ প্রজাতন্ত্রের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ।

২০১২ সালের নভেম্বরে সিপিসির কেন্দ্রীয় কমিটির ১৮তম কংগ্রেসের প্রথম পুর্ণাঙ্গ অধিবেশনে সাধারণ সম্পাদক ও সিপিসির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040