|
||||||||||||||||||||||||||||

|
guangying
|
আয়ারল্যান্ডে একটি প্রাচীন এবং প্রচলিত লিজেন্ড বা কিংবদন্তি আছে যে, প্রতি চার বছরের ফেব্রয়ারীতে অর্থাত্ লিপ ইয়ারের ২৯ ফেব্রুয়ারিতে, মেয়েরা যদি তাঁর পছন্দের ও প্রিয় ছেলে বন্ধুটির কাছে বিয়ের প্রস্তাব করে, তাহলে নিশ্চয়ই তার আকাঙ্খা পূরণ হবে।
আন্না নামে যুক্তরাষ্ট্রের বোস্টনের এক মেয়ে এই লিজেন্ডটি শুনে তাঁর ছেলেবন্ধু জেরিমির কাছে বিয়ের প্রস্তাব করার সিদ্ধান্ত নেয় এবং এ জন্য যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করে। আন্না, পেশায় একজন বিখ্যাত ইন্টেরিয়ার ডিজাইনার এবং ছেলেবন্ধু জেরিমি হচ্ছে একজন সুখ্যাত হার্ট বিশেষজ্ঞ। তাঁদের প্রেমের বয়স ইতোমধ্যে তিন বছর পার হয়ে চার বছরে পা দিয়েছে। তবে জেরিমি আন্নার কাছে কখনোই বিয়ের প্রস্তাব করে নি। তাদের প্রেমের বন্ধন এতই গভীর যে, তাঁরা দুজনে মিলে বোস্টনের কেন্দ্রে অবস্থিত খুবই বিলাসবহুল একটি বাড়ি কিনে সেখানেই একত্রে বাস করছে। কিন্তু তা সত্ত্বেও আন্নার মনে হয় বিয়ের বিষয়ে জেরিমির কোনো আগ্রহ নেই। তাই আন্না ফেব্রুয়ারীর ২৯ তারিখ বিবাহ করার প্রস্তুতি নিয়ে ফেলে এবং সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী কিংবদন্তি অনুযায়ী আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের পথে রওনা হয়। কেননা, ঘটনাচক্রে জেরিমিও এক সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যেই ডাবলিনে অবস্থান করছে।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |