|
||||||||||||||||||||||||||||

২০১২ সালের শেষ দিকে ফরাসি কন্যা অ্যানাস বোর্ডিয়েরকে জানানো হয় যে, একজন অভিনেত্রীর চেহারা ঠিক তাঁর মতো। বোর্ডিয়ের ওই অভিনেত্রীর চলচ্চিত্র দেখার পর শিগগির তার পটভূমি সংগ্রহ করেন। তিনি বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করেন যে, আমেরিকান অভিনেত্রী সাম্যানথা ফুটারম্যানের জন্মদিন এবং তার নিজের জন্মদিন একই। পাশাপাশি তাদের দু'জনকে দক্ষিণ কোরিয়া থেকে দত্তক নেওয়া হয়।
ফেব্রুয়ারিতে বোর্ডিয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটার্ম্যানকে নিজের সম্পর্কে জানান। তিনি জানান যে, জন্মের ৪ মাস পর একটি ফরাসি পরিবার তাকে দত্তক নেয়। বোর্ডিয়েরের ছবি দেখার পর ফুটার্ম্যানও বিস্মিত হন। যমজ বোনেরা ভিডিও চ্যাটের মাধ্যমে একে অপরের সামাজিক মর্যাদার ব্যাপারে নিশ্চিত হন। জানা গেছে, ফুটার্ম্যান দু'জনের বিরল ঘটনা নিয়ে তথ্যচিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |