প্রিয় শ্রোতা, শেষহলো চলচিত্রের গল্প বর্ণনা। শেষকরার আগে একটি ঘোষণা আরও একবার করতে চাই। মার্চ মাস থেকে আপনারা যারা আলোছায়া অনুষ্ঠান নিয়মিতভাবে শুনছেন এবং আমাকে ই-মেইল বা চিঠি লিখে অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত এবং উপলব্ধি জানাচ্ছেন, এদের মধ্য থেকে প্রতিমাসে একজন উত্সাহী শ্রোতা নির্বাচন করা হবে এবং তার জন্য বাংলা বিভাগ এবং আমার পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় একটি উপহার। আমি আপনাদের চিঠি বা ই-মেইল অপেক্ষায় রইলাম। আমার ই-মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। দয়া করে উল্লেখিত দু'টি ঠিকানায় আপনার ইমেইল পাঠাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন শুনুন আমার সহকর্মী –র পরিবেশিত আলো-ছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।
লিলি/ লিপন
1 2 3 4 5