|
আলিম. বন্ধুরা, প্রথমে শুনুন বাংলাদেশের পর্যটন বোর্ডের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মোতাহার হোসেনের সাক্ষাত্কার। সুবর্ণা. শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ শুনছিলেন, বাংলাদেশের পর্যটন বোর্ডের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মোতাহার হোসেনের সাক্ষাত্কার। এখন শুনুন বাংলাদেশের 'গ্যালাক্সি হলিডেইজ' পর্যটন এজেন্সির মহা-ব্যবস্থাপক সৈয়দ জি. কাদিরের সাক্ষাত্কার।
আলিম. প্রিয় বন্ধুরা, এতোক্ষণ শুনছিলেন বাংলাদেশের পর্যটন এজেন্সির মহা-ব্যবস্থাপক সৈয়দ জি. কাদিরের সাক্ষাত্কার। এখন আপনাদের চিঠিপত্র পড়ে শোনানোর পালা। প্রথম চিঠিটি লিখেছেন এ এস ফায়সাল আহমেদ, উপশহর, রাজশাহী, বাংলাদেশ থেকে। তিনি লিখেছেন..........
মতামতঃ থিয়ান চিং একটা সুন্দর শহর। এখানে 'ছোট সাদা ভবন' আছে, যা ইউরোপের সুন্দর স্থাপত্যের নিদর্শন। এখানে আছে বিনোদনের জন্য সুন্দর স্থান। সাহিত্য ও বিনোদনের প্রায় সকল উপকরণ এখানে আছে। এখানে গুণগত মানের পণ্য পাওয়া যায়। সুস্বাদু খাবারের জন্য এটি পরিচিত।
আপনাদের বিষয়ভিত্তিক অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আমার খুব ভাল লাগছে। আপনাদের এমন সুন্দর অনুষ্ঠানের জন্য ধন্যবাদ না দিয়ে পারি না।
সুবর্ণা. আমার হাতে যে-চিঠিটি আছে, সেটি লিখেছেন বাংলাদেশের নওগাঁ জেলার মিসেস বিউটি খাতুন। তিনি গত ১৩ই মার্চ এবং ২৭শে মার্চ প্রচারিত অনুষ্ঠানের ক্যুইজের প্রশ্নের উত্তর পাঠিয়েছেন। এ ছাড়াও তিনি লিখেছেন: "১৩ই মার্চের 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠান থেকে আমরা সিয়ামেন শহরের বিভিন্ন দর্শনীয় পর্যটন স্থান সম্পর্কে জানতে পারলাম। সিয়ামেন দক্ষিণ-পূর্ব চীনের উপকূলীয় শহর।এর দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত ছোট্ট দ্বীপটির নাম কুলাংইউ। আজ থেকে প্রায় ৩০০০ বছর আগেও সিয়ামেনে মানুষের বসবাস ছিল।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |