Web bengali.cri.cn   
'রূপান্তর উন্নয়ন' জোরদার করতে হবে: লি খে ছিয়াং
  2013-03-07 14:30:27  cri

লি খে ছিয়াং হুনান প্রদেশের প্রতিনিধিদলের আলোচনায় অংশগ্রহণ করেন

মার্চ ৭: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী লি খে ছিয়াং বুধবার হুনান প্রদেশের প্রতিনিধিদলের আলোচনায় অংশগ্রহণ করেন।

লি খে ছিয়াং বলেন, চীনের আঞ্চলিক উন্নয়নের কাঠামোতে লক্ষণীয় গুরুত্বপূর্ণ কৌশলগত মর্যাদায় আছে মধ্যাঞ্চল।

তিনি বলেন, জোরালোভাবে 'রূপান্তর উন্নয়ন' এগিয়ে নিতে হবে, চিন্তাধারায় উদ্ভাবন আনতে হবে, বাস্তব অনুশীলনের উদ্যোগ নিতে হবে, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে আরো ভালো সমন্বিত আনতে হবে, জোরালোভাবে জীবিকা সমস্যার সমাধান করতে হবে, দারিদ্র বিমোচনের ওপর আরো গুরুত্ব দিতে হবে এবং দরিদ্র জনসাধারণের মৌলিক জীবনযাত্রা নিশ্চিত করতে হবে।

লি খে ছিয়াং আশা করেন, হুনান 'দুই ধরনের সমাজ' নির্মাণের পদক্ষেপ আরো দ্রুত এগিয়ে নিয়ে যাবে এবং মধ্য চীনের উত্থান কৌশল বাস্তবায়নের প্রক্রিয়ায় আরো বড় পদক্ষেপ নেবে। (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040