Web bengali.cri.cn   
নতুন জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন পেইচিংয়ে শুরু (ছবি)
  2013-03-06 09:34:24  cri

মার্চ ৫: চীনের নতুন জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন মঙ্গলবার সকালে পেইচিংয়ে শুরু হয়েছে। হু চিন থাও ও সি চিন পিংসহ চীনের নেতৃবৃন্দ এবং প্রায় ৩০০০ প্রতিনিধি এ অধিবেশনে অংশ নিচ্ছেন। গণকংগ্রেস হচ্ছে চীনের সর্বোচ্চ জাতীয় ক্ষমতা সংস্থা।

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সরকারি কার্যবিবরণী পেশ কর

এ দিন প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে বর্তমান সরকারের বিগত পাঁচ বছরের কার্যবিবরণী পেশ করেন। তিনি বলেন, গত পাঁচ বছর ছিল চীনের উন্নয়ন প্রক্রিয়ার অসাধারণ পাঁচ বছর। ওই সময় চীন সরকার কার্যকরভাবে আন্তর্জাতিক আর্থিক সংকটের গুরুতর আঘাত মোকাবিলা করেছে, অর্থনীতির স্থিতিশীল ও অপেক্ষাকৃত দ্রুত উন্নয়ন বজায় রেখেছে এবং জনগণের জীবনযাত্রার মান ও সামাজিক নিশ্চয়তার মান স্পষ্টভাবে উন্নত করেছে।

গত পাঁচ বছরের কাজের সফলতার পাশাপাশি ওয়েন চিয়া পাও চীনের আর্থ-সামাজিক উন্নয়নের দ্বন্দ্ব ও সমস্যাও খোলা মনে তুলে ধরেন। এগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়ন আর সম্পদ পরিবেশের দ্বন্দ দিন দিন তীব্র হয়েছে। শহর ও গ্রামাঞ্চলের উন্নয়ন ব্যবধান এবং অধিবাসীদের আয়ের ব্যবধান অপেক্ষাকৃতভাবে বেড়েছে। সামাজিক দ্বন্দ্ব প্রকট হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিশ্চয়তা বিধান, চিকিত্সা, বসতবাড়ি, পরিবেশ, খাদ্য ও ওষুধের নিরাপত্তা, নিরাপদ উত্পাদন এবং সামাজিক নিরাপত্তাসহ জনসাধারণের বাস্তব স্বার্থসম্পর্কিত নানা সমস্যা বজায় রয়েছে।

ওয়েন চিয়া পাও এ বছর সরকারের কাজের বিষয়ে কিছু প্রস্তাবও উত্থাপন করেন। এগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি দ্রুত রূপান্তর করা, অর্থনীতির টেকসই ও সুস্থ ধারার উন্নয়ন এগিয়ে নেওয়া, গ্রাম ও কৃষি উন্নয়নের ভিত্তি জোরদার করা, গ্রাম ও শহরের উন্নয়নের একত্রীকরণ এগিয়ে নেওয়া, সার্বিকভাবে জনগণের বৈষয়িক ও সাংস্কৃতিক জীবনের মান উন্নত করা এবং আরো ব্যাপক রাজনৈতিক সাহস ও প্রজ্ঞা নিয়ে গভীরভাবে সংস্কার ও উন্মুক্তকরণকে এগিয়ে নেওয়া।

পরবর্তী সাড়ে ১২ দিনে প্রায় ৩০০০ প্রতিনিধি এ সরকারি কার্যবিবরণী পর্যালোচনা করবেন এবং এর ওপর ভোট দেবেন। তারা আইন অনুসারে নতুন জাতীয় সংস্থা নির্বাচন করবেন। (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040