Web bengali.cri.cn   
হোথিয়েন উইগুর জাতির ওষুধের উত্সাহব্যঞ্জক বিকাশ
  2013-02-03 13:09:58  cri

 বন্ধুরা, পৃথিবীতে চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ব্যবস্থার বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা আছে। তবে অনেক বন্ধু হয়তো জানেন না যে, চীনের বিভিন্ন জাতির নিজস্ব চিকিত্সা ব্যবস্থা ও ওষুধ আছে। উইগুর জাতির ওষুধ এগুলোর মধ্যে একটি। আজকের এ অনুষ্ঠানে আমি সিনচিয়াংয়ের হোথিয়েন উইগুর জাতির ওষুধ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের শোনাবো।

চীনের সিনচিয়াংয়ের হোথিয়েন অঞ্চলে গিয়ে চার দিকে উইগুর জাতির ক্লিনিক ও উইগুর জাতির ওষুধ দোকান দেখা যায়। স্থানীয় উইগুর জনসাধারণ মাঝে মাঝে ওষুধের দোকানে গিয়ে গোলাপ সস বা ওষুধ চা কিনেন। ওষুধ দোকানের ডাক্তার নিষ্ঠার সঙ্গে ওষুধ ব্যবহারের পদ্ধতি বলে দেন। জানা গেছে, কেবল হোথিয়েন অঞ্চলে ১৮০টি উইগুর ওষুধ দোকান আর প্রায় ৫০০টি উইগুর ডাক্তারের ব্যক্তিগত ক্লিনিক রয়েছে।

হোথিয়েন উইগুর ওষুধ কলেজের ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিচ্ছেন

হোথিয়েন উইগুর ওষুধ কলেজের উপাচার্য আইলি রোজ আমাদেরকে বলেন, উইগুর ওষুধের ইতিহাস সুদীর্ঘকালের। পশ্চিমা চিকিত্সা পদ্ধতি সিনচিয়াংয়ে প্রবেশ করেছে মাত্র ১২০ বছর আগে। ১২০ বছর আগে এ অঞ্চলের জনসাধারণ উইগুর চিকিত্সার ওপর নির্ভর করতেন।

জানা গেছে, উইগুর ওষুধের ইতিহাস আড়াই হাজার বছরেরও বেশি। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে উইগুর ওষুধের প্রতিষ্ঠাতা হাজবাঈ তাঁর একটি ওষুধের বইয়ে ৩১২ ধরনের উদ্ভিজ, প্রাণীজ আর খনিজ পদার্থের ওষুধ-উপযোগিতা লিপিভুক্ত করে গেছেন। উইগুর ওষুধের সত্যিকার সমৃদ্ধি সময় ছিল একাদশ শতাব্দী। উইগুর জাতি ইসলাম ধর্ম অনুসরণের পর অনেক নামকরা উইগুর চিকিত্সক ভারত, পাকিস্তান ও আরব দেশগুলোতে শিখা গ্রহণ করেন। তাঁরা ফারসি ও উর্দু ভাষা আর তত্কালীন চীনের পশ্চিমাঞ্চলে প্রচলিত চাগাইতাই ভাষায় গ্রন্থ লিখেন। তখন হোথিয়েনের বিখ্যাত উইগুর চিকিত্সক জামালিতিনের ফারসি ভাষায় রচিত ওষুধের বই 'আকসাই'-এর সুনাম রয়েছে এখনও ভারতে।

উপাচার্য আইলি রোজ বলেন, "আমাদের কলেজ প্রতিভাবান ব্যক্তি লালন করার পাশাপাশি একটি প্রাচীন গ্রন্থ গবেষণাগার প্রতিষ্ঠা করেছে। এ পর্যন্ত সাতটি প্রাচীন গ্রন্থ প্রকশিত হয়েছে। দ্বাদশ পাঁচশালা পরিকল্পনার শেষ নাগাদ আর ১৯টি প্রাচীন গ্রন্থ প্রকাশিত হবে। অতীতে আমাদের কিছু বিখ্যাত চিকিত্সক মধ্য এশীয় অঞ্চলেও সুবিখ্যাত ছিলেন।"

উইগুর ওষুধ হচ্ছে চীনের ঐতিহ্যবাহী ওষুধের গুরুত্বপূর্ণ অংশবিশেষ। হোথিয়েন হচ্ছে সিনচিয়াং উইগুর ওষুধের অন্যতম উত্স স্থান। গত শতাব্দীর চল্লিশ ও পঞ্চাশের দশকের আগে উইগুর ওষুধ মূলত পরিবার-ভিত্তিক উত্পাদন করা হতো। সিনচিয়াংয়ের বৃহত্তম উইগুর হাসপাতাল -- হোথিয়েন উইগুর হাসপাতাল অতীতে এ অঞ্চলের একটি উইগুর ক্লিনিক ছিল।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040