Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী ওষুধের আন্তর্জাতিক মানদণ্ড প্রণীত হচ্ছে
  2013-01-21 09:47:21  cri

 চীনের জাতীয় ঐতিহ্যবাহী ওষুধ কর্মসম্মেলন সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জানানো হয়, এ বছর ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান এবং শাংহাই সহযোগিতা সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে চীনের জোরদার বিনিময় ও সহযোগিতা এবং বহুপক্ষীয় প্লাটফর্ম কাজে লাগিয়ে চীন তার ঐতিহ্যবাহী ওষুধের আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নের কাজ করবে এবং সক্রিয়ভাবে চীনের ঐতিহ্যবাহী ওষুধের সেবা বাণিজ্য উন্নয়ন করবে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের ঐতিহ্যবাহী ওষুধ শিল্পে লক্ষণীয় উন্নয়ন অর্জিত হয়েছে। এখন বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে চীনের ঐতিহ্যবাহী ওষুধ পাওয়া যায়। অনেক দেশে চীনের ঐতিহ্যবাহী ওষুধকে আইনগত মর্যাদা দেওয়া হয়েছে এবং চিকিত্সা বীমার আওতায় আনা হয়েছে। কয়েকটি দেশ চীনের ঐতিহ্যবাহী ওষুধ ব্যবস্থাপনা সংস্থা প্রতিষ্ঠা করেছে। চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ক্লিনিক আর আকুপাংচার কেন্দ্র অনেক দেশে চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা সেবা প্রদানের প্রধান পদ্ধতিতে পরিণত হয়েছে।

এর পাশাপাশি চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ও ওষুধ আন্তর্জাতিকীকরণের প্রক্রিয়ায় অনেক কঠিন পরিস্থিতি ও সমস্যারও সম্মুখীন হচ্ছে। চীনের জাতীয় ঐতিহ্যবাহী ওষুধ ব্যবস্থাপনা ব্যুরোর আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের প্রধান মাদাম ওয়াং সিয়াও পিন সিআরআইয়ের সংবাদদাতাকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, "কয়েকটি দেশ মনে করে, আমরা বাজার দখল করার জন্য তাদের দেশে যাচ্ছি। ফলে আমাদের প্রতিরোধ করার চেষ্টা করে এবং অনেক নীতিগত ও প্রযুক্তিগত বাধা তৈরি করে। তা ছাড়া, আমাদের নিজেদের আন্তর্জাতিকীকরণের শক্তিও আরো বাড়ানো উচিত। বিশ্ব বাজারে প্রবেশের জন্য আমাদের প্রতিভাবান ব্যক্তির অভাব রয়েছে। আন্তর্জাতিক বাজারমুখী প্রযুক্তিগত উদ্ভাবন ক্ষেত্রে আমাদের সামর্থ্য আরো বাড়ানো উচিত।"

এখন চীন বহুপক্ষীয় সহযোগিতার প্লাটফর্ম কাজে লাগিয়ে চীনের ঐতিহ্যবাহী ওষুধের আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নের কাজে অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, "সরকারের সঙ্গে আমাদের সহযোগিতা বেড়েছে। আমরা বহুপক্ষীয় প্লাটফর্ম কাজে লাগিয়ে কয়েকটি সরকারি উচ্চ পর্যায়ের সংলাপ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি, চীনের ঐতিহ্যবাহী ওষুধ উন্নয়নের সঙ্গে সংগতিপূর্ণ মানদণ্ডসহ বিধিবিধান প্রণয়ন করেছি। তা ছাড়া, আমরা আন্তর্জাতিক মানদণ্ড সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মানদণ্ড প্রণয়ন করেছি। এভাবে চীনের ঐতিহ্যবাহী ওষুধ তার উচ্চ মান নিশ্চিত করে টেকসই উন্নয়ন অর্জন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পেরেছে।"

জানা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়ন ছাড়া, চীন যথাসাধ্য তার ঐতিহ্যবাহী ওষুধের দেশীয় মানদণ্ড বজায় রেখে চলেছে। যেমন গত বছর চীনের জাতীয় ঐতিহ্যবাহী ওষুধ ব্যবস্থাপনা ব্যুরোর অনুমোদনক্রমে চীনের ঐতিহ্যবাহী ওষুধ সমিতি ১৯৫টি চীনা ওষুধের মানদণ্ড প্রকাশ করেছে। চীনের ঐতিহ্যবাহী ওষুধের মান আরো ভালোভাবে নিশ্চিত করার জন্য এ বছর সংশ্লিষ্ট মানদণ্ড প্রণয়ন, সংশোধন, সম্প্রসারণ ও প্রয়োগের কাজ আরো জোরদার করা হবে। (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040