Web bengali.cri.cn   
নিংসিয়ার কাশ্মিরি পশম শিল্প
  2013-01-21 09:38:34  cri

 কাশ্মিরি ছাগলের পশম হচ্ছে এক ধরনের বিরল মূল্যবান প্রাণীজ তন্তু, যেটাকে 'কোমল স্বর্ণ' বলা হয়। অদ্বিতীয় প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থার কারণে ছাগল চাষ করা আর পশমের প্রাথমিক প্রক্রিয়াকরণ সব সময় নিংসিয়ার বৈশিষ্ট্যপূর্ণ শিল্প ছিল। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে নিংসিয়া নিয়ে যাবো আর জানাবো সেখানকার 'কোমল স্বর্ণ' শিল্প সম্পর্কে।

কাঁচামালের প্রক্রিয়াকরণ থেকে উত্পাদন কেন্দ্রে গভীর প্রক্রিয়াকরণ, বৈদেশিক রপ্তানি বাজার থেকে স্বতন্ত্র ট্রেডমার্ক দিয়ে উত্পাদনের পর দেশের মধ্যে বিক্রয় করা, দেশের মধ্যে বিক্রয়ের ব্র্যান্ড থেকে রপ্তানি ব্র্যান্ডে রূপান্তর করা - নিংসিয়ার কাশ্মিরি শিল্পের এ পুরো প্রক্রিয়া অনেক কঠোর। তবে এটা কোনো শিল্পপ্রতিষ্ঠানের ভালোভাবে নিজের ব্র্যান্ড গড়ে তোলার এক অনিবার্য ও দীর্ঘকালীন প্রক্রিয়া। চীনের পশম বস্ত্রবয়ন শিল্প সমিতির সভাপতি ফাং ইয়ান লি এক সাক্ষাত্কারে বলেন, "একটি ব্র্যান্ড ভালোভাবে গড়ে তোলা আসলে খুব কঠিন। প্রথমে তোমার একটি খুব ভালো ভিত্তি দরকার। দ্বিতীয়, আমি মনে করি, তোমার মূল প্রতিদ্বন্দ্বিতা শক্তি থাকতে হবে, যা দিয়ে এ ব্র্যান্ডের সম্প্রচারের প্রযুক্তিগত সহায়তা দেয়া যায়। আমি মনে করি, আরেকটি বিষয় দরকার। সেটি হচ্ছে অতি সুগম বিক্রয়-পথ। ভোক্তাদেরকে আমাদের পণ্য সম্পর্কে জানাতে হবে।"

নিংসিয়া কাশ্মিরি শিল্প কারখানা

নিংসিয়া চোংইন কাশ্মিরি শিল্প কোম্পানি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের দ্বারা নিজের ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছে। প্রদর্শনী হলে এ কোম্পানির প্রযুক্তি গবেষণা বিভাগের পরিচালক চেন ছিয়েন ওয়েই এক হালকা নীল রংয়ের অতি পাতলা কাশ্মিরি সোয়েটার হাতে তোলেন। তিনি সংবাদদাতাকে বলেন, এটা হচ্ছে তার কোম্পানির সর্বশেষ আবিষ্কৃত ৮০টি পশমি সুতার বস্ত্রবয়ন। এর ৮০ মিটার সুতার ওজন মাত্র এক গ্রাম। সুতার সংখ্যা যত বেশি, পশম তত নরম হবে।

চেন চিয়ান ওয়েই বলেন, "বলা যায়, ৮০টি কাশ্মিরি সুতা দিয়ে পশমি বস্ত্রবয়নের প্রযুক্তি চীনের কাশ্মিরি শিল্পের মধ্যে উন্নত মানের। গত বছর আমাদের কোম্পানি অ্যান্টি-পিলিং কাশ্মিরি সোয়েটার উত্পাদন করেছে। এ ধরনের কাশ্মিরি সোয়েটার জাপানের বাজারে ১ লাখ ৫০ হাজারটি বিক্রি হয়েছে। এটা হচ্ছে আমাদের এক নতুন পণ্য। এ সোয়েটারের ওজন মাত্র ৭৫ গ্রাম। আগে কাশ্মিরি সোয়েটার কেবল শীতকাল, বসন্তকাল ও শরত্কালে পরা যেত। এখন আমাদের নতুন উত্পাদিত কাশ্মিরি সোয়েটার খুব পাতলা। গ্রীষ্মকালেও আরামের সঙ্গে এটা পরা যায়।"

দশ বছর আগেও নিংসিয়ায় বিপুল পরিমাণ পশম তৈরি হতো এবং অনেক ব্যবসায়ীও ছিলেন। কিন্তু বড় বাজার ছিল না। এখন সঠিক নির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তার দ্বারা নিংসিয়ার কাশ্মিরি শিল্প সম্পূর্ণ উন্নত হয়েছে এবং বাজারের ধাক্কা সামলাতে সক্ষম হয়েছে। ২০১১ সালে নিংসিয়ার উত্পাদিত কাশ্মিরি পণ্য চীনের বিশটিরও বেশি প্রদেশে আর চল্লিশটিরও বেশি দেশে ও অঞ্চলে বিক্রি হয়েছে এবং এ খাতে ১০৩২ কোটি ৯০ লাখ ইউয়ানের শিল্প উত্পাদন হয়েছে। চীনের বস্ত্রবয়ন শিল্প সমিতি প্রকাশিত ২০১১ থেকে ২০১২ সালের চীনের বস্ত্রবয়ন ও পোশাক খাতের ৫০০টি সেরা শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে নিংসিয়ার দশটি শিল্পপ্রতিষ্ঠান স্থান পেয়েছে।

শেংশুয়েরো ব্র্যান্ডের কাশ্মিরি সোয়েটার

নিংসিয়ার হালকা বয়নশিল্প ব্যুরোর উপপ্রধান ওয়েই চি ঈ বলেন, "প্রথমে শিল্পপ্রতিষ্ঠানের কাঠামোর দিক থেকে আমরা চেষ্টা করেছি। আমরা চোংইন, চিয়া ইউয়ান ও রোংছাংসহ সাতটি বড় আকারের কাশ্মিরি পশম শিল্পকারখানা লালন করেছি। তারপর পণ্যের কাঠামো সুবিন্যাসের কথা চিন্তা করে আমরা গভীর প্রক্রিয়াকরণের বিকাশ ঘটিয়েছি। তৃতীয় ধাপ হচ্ছে স্বতন্ত্র ট্রেডমার্ক গড়ে তোলা। কয়েক বছর প্রচেষ্টার পর এখন নিংসিয়ার কাশ্মিরি পশম খাতে শেংশুয়েরো ও রোডিয়ান - এ দুটি বিখ্যাত ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়েছে।"

দশ বছরের মধ্যে কাশ্মিরি পশম শিল্প নিংসিয়ার হালকা বয়নশিল্পের স্তম্ভ শিল্পে পরিণত হয়েছে এবং নিংসিয়া কাশ্মিরি পশম প্রক্রিয়ার কেন্দ্রে পরিণত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চীনের ৭০ শতাংশ ছাগলের কাশ্মিরির কাঁচামাল নিংসিয়া থেকে সংগ্রহ ও বিতরণ হয়, ৬৫ শতাংশ কাশ্মিরি পশম নিংসিয়ায় প্রক্রিয়াকরণ করা হয় এবং ৩৫ শতাংশ লাল পশম নিংসিয়া থেকে রপ্তানি হয়। ২০১১ সালে নিংসিয়ায় ১০৩০ কোটি ইউয়ানের কাশ্মিরি পশম উত্পাদিত হয়, যা দশ বছর আগের অঙ্কের চেয়ে ৮.৬ গুণ বেশি। ওই বছর এ খাতের মুনাফা দাঁড়ায় ৩৩ কোটি ৯০ লাখ ইউয়ানে, যা দশ বছর আগের অঙ্কের চেয়ে ১৪.৭ গুণ বেশি। ইতালি চীন থেকে যে লাল পশমের কাঁচামাল আমদানি করে তার ৭০ শতাংশই উত্পাদিত হয় নিংসিয়ায়। (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040