Web bengali.cri.cn   
সিন্ডেরেলা ম্যান
  2013-01-10 15:40:12  cri

আজকের অনুষ্ঠানে আমি 'সিন্ডেরেলা ম্যান' নামের একটি মার্কিন চলচ্চিত্রের সাথে শ্রোতাবন্ধুদের পরিচয় করিয়ে দেবো।

'সিন্ডেরেলা ম্যান' চলচ্চিত্রটি ১৯৩৫ সালের একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত।

চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে গত শতাব্দীর ত্রিশের দশকে যুক্তরাষ্ট্রের শিল্পের মহামন্দার সময়ের প্রেক্ষাপটে। তখন যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থা খুবই খারাপ এবং জনগণের জীবনমান নেমে এসেছে আশঙ্কাজনক পর্যায়ে। এমনি এক সময়ে এক পুরুষ তাঁর স্ত্রী এবং সন্তানদের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে অনেক চেষ্টা আর পরিশ্রম করে বক্সিং চ্যাম্পিয়ন হন। এতে তার পরিবারের আর্থিক সংকট কেটে যায় এবং তার ওপর তখন মার্কিন জনগণের প্রত্যাশা বাড়ে।

এখন আমি চলচ্চিত্রের কাহিনী সংক্ষেপে শ্রোতাদের বলবো। জিম ব্রাডক পেশাদার মুষ্টিযোদ্ধা। কিন্তু শারীরিক কারণে তাকে মুষ্টিযুদ্ধ ছাড়তে হয়। তখন তাঁর পরিবার অধিকাংশ মার্কিন পরিবারের মতোই ছিল খুব দরিদ্র। এ-অবস্থায় জীম হতাশা বোধ করতে থাকেন। তিনি ব্যাংকের ঋণ শোধ করতে বা সন্তানের জন্য দুধ কিনতে পারতেন না। একদিন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে তার বড় ছেলে দোকান থেকে একটি সসেজ চুরি করে। জিম ছেলেকে নিয়ে দোকানে গিয়ে সেই সসেজ ফেরত দিলেন। বাড়িতে ফিরে যাওয়ার পথে তিনি ছেলেকে প্রতিশ্রুতি দিলেন যে, তিনি তাদের যত্ন নেয়ার যথাসাধ্য প্রচেষ্টা চালাবেন। তিনি আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে সামাজিক অনুদানের জন্য আবেদন করলেন। এসময় তার কাছে সবচে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার পরিবার। তখন বরাবরের মতোই তার স্ত্রী তার পাশে থেকে তাকে উত্সাহ দিতে লাগলেন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040