Web bengali.cri.cn   
উসির 'হুয়ালিউড' স্বপ্ন
  2012-12-21 14:41:43  cri

তিন বছর আগে চীনের উসি শহরের বিনহু অঞ্চলের কমিউনিস্ট পার্টি কমিটির সম্পাদক চু ওয়েই পিং যুক্তরাষ্ট্র সফরের পর তাঁর মনে 'হুয়ালিউড' প্রতিষ্ঠার স্বপ্ন জেগে ওঠে। তিনি চিন্তা করেন, "যুক্তরাষ্ট্রে হলিউড আছে। ভারতে বলিউড আছে। আমরা আশা করি, ভবিষ্যতে যখন চলচ্চিত্রের কথা আসবে, তখন সবার মনে পড়বে উসির হুয়ালিউডের কথা।"

তিন বছর আগের এই ভাবনা ২০১২ সালের ২৯ মে বাস্তবায়িত হয়েছে। সংস্কৃতি, প্রযুক্তি আর অর্থসহ নানা উপাদান কেন্দ্রীভূত করে উসি জাতীয় ডিজিটাল চলচ্চিত্র শিল্প উদ্যান উসি শহরের বিনহু অঞ্চলে উন্মোচিত হয়েছে। এটা হচ্ছে চীনের জাতীয় বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন প্রশাসনের অনুমোদিত একমাত্র ডিজিটাল চলচ্চিত্র শিল্প উদ্যান। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ব্রিটিশ-চীন, ছাংলে সংস্কৃতি, হোংইয়াচি ও ফাংসিয়াওনিং কর্মশালাসহ ডিজিটাল চলচ্চিত্র খাতের ৫০টিরও দেশি-বিদেশি প্রকল্প এ শিল্প উদ্যানে প্রবেশের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। 'মিষ্টি চকলেট'সহ পাঁচটি চলচ্চিত্রের তৈরির কাজ এখানে শুরু হয়েছে। এ পর্যন্ত উসির হুয়ালিউড স্বপ্ন বাস্তবায়নের পর্দা উন্মুক্ত হয়েছে।

উসি জাতীয় ডিজিটাল চলচ্চিত্র শিল্প উদ্যানের ডিজিটাল চলচ্চিত্র বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গেলে আপনার মনে হবে যেন হলিউডের কোনো চলচ্চিত্রের শুটিংস্পটে এসেছেন। প্রথমে আপনার চোখে পড়বে চলচ্চিত্র 'টাইটানিক' এর দৃশ্য। হলের কেন্দ্রস্থলে টাইটানিক জাহাজের নমুনা আছে। পর্যটকরা এ জাহাজের সম্মুখভাগে দাঁড়ালে এ চলচ্চিত্রের প্রতিপাদ্য-সংগীত 'মাই হার্ট উইল গৌ অন' শুরু হয়। মনে হবে যেন চলচ্চিত্রের মধ্যে আছেন।

যারা থ্রিডি চলচ্চিত্র 'আভাতার' দেখেছেন, তারা দেখেছেন এ চলচ্চিত্রের মধ্যে আভাতার সেই উড়ন্ত ড্রাগন দিয়ে মহাকাশে ভ্রমণ করতো। সেটা আপনারা সহজে এখানে অনুভব করতে পারেন। তা ছাড়া দুর্যোগ চলচ্চিত্র '২০১২' আর কার্টুন ছবির জাদুবিদ্যার দৃশ্য তৈরির প্রক্রিয়া সব এখানে পাওয়া যায়। টীকাকার ব্যাখ্যা করেন, "এখন আপনারা সুন্দর পানদোরা বনে প্রবেশ করবেন। আপনারা ধোঁয়া আর জাদুবিদ্যার দৃশ্য দেখতে পাবেন। এগুলো হচ্ছে চলচ্চিত্রের স্পেশাল ইফেক্ট।"

২৯ মে অনুষ্ঠিত উদ্বোধনীর মধ্য দিয়ে উসি জাতীয় ডিজিটাল চলচ্চিত্র শিল্প উদ্যান চীনে দুটি রেকর্ড সৃষ্টি করেছে। প্রথমত, এটা হচ্ছে চীনের একমাত্র ডিজিটাল চলচ্চিত্র শিল্প উদ্যান। ভবিষ্যতে 'আভাতার'-এ মত থ্রিডি ডিজিটাল চলচ্চিত্র এ শিল্প উদ্যানে তৈরি করা যাবে। এখন এ উদ্যানে চলচ্চিত্র উত্পাদন এলাকা, হ্রদ দৃশ্য এলাকা, চলচ্চিত্র সেবা এলাকা, শুটিং আনুষঙ্গিক এলাকা ইত্যাদি প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের সংশ্লিষ্ট বিভাগের ভূয়সী প্রশংসা পেয়েছে। চীনের জাতীয় বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন প্রশাসনের উপ-মহাপরিচালক চাং পেই মিন বলেছেন, "গত তিন বছরের প্রচেষ্টার মাধ্যমে এক মনোরম পরিবেশ, প্রথম শ্রেণীর স্থাপনা, সুসম্পন্ন আনুষঙ্গিক ব্যবস্থাসমৃদ্ধ একটি চলচ্চিত্র শিল্প উদ্যান মোটামুটি তৈরি হয়েছে এবং দেশ-বিদেশের কিছু নামকরা চলচ্চিত্র ও সংস্কৃতি শিল্প আর প্রকল্প চুক্তি স্বাক্ষর করে এখানে প্রবেশ করেছে। এ চলচ্চিত্র উদ্যানের ব্র্যান্ড কার্যকারিতা ধাপে ধাপে গড়ে উঠেছে।"

হংকংয়ের পরিচালক উ সি ইউয়ান এ চলচ্চিত্র উদ্যান পরিদর্শনের পর বলেন, "আমি চীনের মূলভূখণ্ড, হংকং ও তাইওয়ানের পরিচালকদের এখানে নিয়ে আসার পরিকল্পনা করছি। দেখি, এখানে তাদের কী কী সাহায্য করা যায়? আমি বিশ্বাস করি, যে কোনো চলচ্চিত্র পরিচালক এখানে আসলে উপলব্ধি করবেন যে, এটা হচ্ছে সবচেয়ে ভালো চলচ্চিত্র শিল্প উদ্যান।"

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040