Web bengali.cri.cn   
আগ্নিকাণ্ড থেকে শিক্ষা
  2012-12-04 18:00:54  cri

    সম্প্রতি ঢাকার অদূরে আশুলিয়ায় পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ দুর্ঘটনায় ১১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে আগুনে প্রাণহানির ঘটনা মাঝেমাঝে খবরের শিরোনাম হয়। এর মধ্যে ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি বস্ত্রবয়ন কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫১ জন মারা যায় এবং ১০০ জনেরও বেশি আহত হয়। ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি গাজীপুর উপজেলার একটি পোশাক কারখানায় গুরুতর অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জন মারা যায় এবং ৫০ জনেরও বেশি আহত হয়। একই বছর ১৪ ডিসেম্বর ঢাকার একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডে ২৫ জন মারা যায় এবং আরো বেশ কিছু সংখ্যক মানুষ আহত হয়। তবে তাজরীন ফ্যাশনসের অগ্নিকান্ডের ঘটনাকে গত কয়েক বছরের মধ্যে সবচাইতে ভয়াবহ বলে মনে করা হচ্ছে।

    এ দুর্ঘটনা এবং চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ধসে প্রাণহানির ঘটনায় মঙ্গলবার বাংলাদেশে জাতীয় শোক পালন করা হয়েছে। এমন দুর্ঘটনায় সব মানুষের মন শোকে ডুবে যায়। কিন্তু শোকাহত হয়ে বসে থাকলে হবে না। জিজ্ঞাস করতে হবে, খুঁজে বের করতে হবে - এমন ভয়াবহ ঘটনা কী কারণে ঘটেছে?

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040