Web bengali.cri.cn   
সাংবাদিকদের সঙ্গে সি চিন পিংসহ সিপিসি-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যবৃন্দ
  2012-11-15 16:23:55  cri

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর নতুন নির্বাচিত স্থায়ী সদস্যবৃন্দ

নভেম্বর ১৫: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে চীনের কমিউনিস্ট পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সি চিন পিং ও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য লি খে ছিয়াং, চাং দে চিয়াং, ইয়ু চাং শেং, লিউ ইয়ুন শান, ওয়াং ছি শান ও চাং কাও লি বৃহস্পতিবার সকালে পেইচিং মহাগণভবনে দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত্ করেন।

সি চিন পিং বলেন, গোটা পার্টির কমরেডদের দৃঢ় বিশ্বাস আর সারা দেশের বিভিন্ন জাতির জনগণের প্রত্যাশা আমাদের কাজ সুষ্ঠুভাবে চালানোর অদম্য প্রেরণা হচ্ছে আমাদের নিজেদের গুরুত্বপুর্ণ দায়িত্ব ও কর্তব্য।

সি চিন পিং উল্লেখ করেন, আমাদের দায়িত্ব হচ্ছে গোটা পার্টি এবং সারা দেশের বিভিন্ন জাতির জনগণকে নিয়ে চীনা জাতির মহা পুনরুত্থান বাস্তবায়নের জন্য পরিশ্রম অব্যাহত রাখা। গোটা পার্টি এবং সারা দেশের বিভিন্ন জাতির জনগণকে নিয়ে অব্যাহতভাবে চিন্তামুক্ত সমাজ সংস্কার ও উন্মুক্তকরণের নীতি অনুসরণ করা। সামাজিক শক্তিকে উত্পাদন মুখি করার মধ্য দিয়ে উন্নয়ন সাধন করা। জনসাধারণের উত্পাদন ও জীবনযাপনের সার্বিক সমস্যার সমাধান করা। আর অবিচলিতভাবে অভিন্ন সমৃদ্ধ পথে এগিয়ে যাওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে গোটা পার্টির কমরেডদের সাথে কঠোরভাবে পার্টির দায়িত্ব পালন করা,  বাস্তবতার আলোকে বিদ্যমান লক্ষণীয় সমস্যাগুলোর সমাধান করা। ঘনিষ্ঠভাবে জনসাধারণের সঙ্গে যোগাযোগ বজায় রাখা। যাতে করে আমাদের পার্টি সবসময় চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক ব্রতের অটুট নেতৃত্ব অব্যাহত রাখতে পারে।

সি চিন পিং বলেন, চীনের বিশ্বকে আরো বেশি জানা দরকার এবং বিশ্বও চীনকে আরো বেশি জানার প্রয়োজন রয়েছে। তিনি আশা করেন, ভবিষ্যতে সাংবাদিক বন্ধুগণ চীন ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা বাড়ানোর জন্য আরো বেশি চেষ্টা চালাবেন এবং এ ক্ষেত্রে নিজেদের অবদান রাখবেন।

পাঁচটি মহাদেশের ৪২টি দেশের ১৮০টি তথ্যমাধ্যমের প্রায় ২৫০ জন বিদেশী সাংবাদিক, হংকং, ম্যাকাও ও তাইওয়ানের ৭০টিরও বেশি তথ্যমাধ্যমের প্রায় ১০০ জন সাংবাদিক আর মূলভূখণ্ডের ৬০টিরও বেশি তথ্যমাধ্যমের সাংবাদিকগণ একসাথে এ ঐতিহাসিক মুহুর্ত স্বচক্ষে দেখেছেন। (ইয়ু / আবাম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040