Web bengali.cri.cn   
শরত্কালে পেইচিং উদ্ভিদোদ্যান
  2012-11-14 18:59:29  cri

সুবর্ণা. খুব ভালো। এখন আমরা maple সম্পর্কিত আরেকটি সুন্দর গান শুনি। গানের নাম, 'প্রতিটি maple পাতার ভালোবাসা'। গেয়েছেন চীনের জনপ্রিয় শিল্পী চিয়াং চি লিন ও স্যু ছিউ ই। গানের কথা এমন: প্রতিটি mapleপাতার ভালোবাসা আছে/ সে আমাকে গোপনে বলে তার ভালোবাসার গল্প/ প্রতিটি maple পাতার ভালোবাসা আছে/ সে আগের ভালোবাসা থেকে বিদায় নেয়/স্বপ্নের ভালোবাসা যেন maple পাতার মতো/ বাতাসের মধ্যে উড়ে গেলো...

প্রকাশ. প্রিয় বন্ধুরা, সুন্দর গানটি শোনার পর এখন উওফো মন্দিরের কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। উওফো মন্দির উত্তরপশ্চিম পেইচিংয়ের সিয়াংশান পাহাড়ের পূর্ব দিকে অবস্থিত; শহর থেকে মন্দিরের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। প্রাচীনকালে চীনের থাং রাজবংশের আমলে অর্থাত্ ৬২৭ থেকে ৬৪৯ সালের মধ্যে এ মন্দির নির্মিত হয়। চীনা ভাষায় এ মন্দিরের নামের অর্থ হল 'শুয়ে থাকা গৌতম বুদ্ধের মন্দির'। থাং রাজবংশের মিস্ত্রীরা চন্দন গাছ দিয়ে একটি 'শুয়ে থাকা গৌতম বুদ্ধ' খোদাই করেছিলেন। তারপরে ইউয়ান রাজবংশের আমলে গৌতম বুদ্ধের একটি বড় সাইজের তামার মূর্তি তৈরী করা হয়। এ মুর্তিটির দৈর্ঘ্য ৫.২ মিটার। ৭০০০ জন মিস্ত্রী ২৫ হাজার কেজি তামা দিয়ে তা নির্মাণ করেন।

সুবর্ণা. মূর্তির আশেপাশে ১২ জন শিষ্যের ছোট মূর্তিও তৈরী করা হয়েছিল। তাঁদের চেহারায় দুঃখের ছাপ স্পষ্ট। কারণ, গৌতম বুদ্ধ মৃত্যুবরণের আগে শিষ্যদের কাছে তার অন্তিম বাণী শোনাচ্ছিলেন। মূর্তিতে সে-দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, এখন আমরা আরো একটি সুন্দর গান শুনবো। গানের নামঃ 'শরত্কাল'। গেয়েছেন চীনের খুব জনপ্রিয় একজন শিল্পী-সু সিয়িং। গানের কথা এমন: বিদায়ের শরত্কালে আমি অবশেষে তোমার হাত ছেড়েছি/ তুমি চলে যাওয়ার পর শুধু শরত্কালের পাতা আমার কাছে রইল/হেঁসে হেঁসে আমার কান্না বাতাসে ঝরছে/ ভালোবাসার পর কোনকিছুই অবশিষ্ট নেই আমার কাছে/ আমি কীভাবে এসব মন থেকে মুছে ফেলবো?

সুবর্ণা. প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গানটি শোনার পর পেইচিং উদ্ভিদোদ্যানের আরেকটি দর্শনীয় স্থান সম্পর্কে জানিয়ে দিচ্ছি। তা হচ্ছে ছিং রাজবংশ আমলে চীনের লেখক 'ছাও স্যুয়ে ছিন স্মৃতি হল'। উনি চীনের অতি জনপ্রিয় ও বিখ্যাত লেখক। তিনি সারা জীবনের অভিজ্ঞতা থেকে A Dream of R ed M ansions রচনা করেন। এ লেখা বিশ্বের অনেক দেশে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। এতে প্রাচীনকালের চারটি ধনী পরিবারের প্রেম, উত্থান ও পতনের গল্প বলা হয়েছে। এটিকে প্রাচীনকালে রচিত চীনের সবচেয়ে বিখ্যাত উপন্যাস হিসেবে চিহ্নিত করা হয়।

প্রকাশ. ছোটবেলা থেকেই আমি এ উপন্যাস অবলম্বনে তৈরী teleplay খুবই পছন্দ করি। উপন্যাসের মধ্যে বুদ্ধিমান সুন্দরী নারীর কথা বর্ণনা করা হয়েছে এবং আমি তাদের প্রেমের গল্প শুনে মুগ্ধ হই। আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমরা এ teleplay-র একটি সুন্দর গান প্রচার করবো।

সুবর্ণা. এ-গানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। শেষ করার আগে আমরা এ সপ্তাহের কুইজ প্রতিযোগিতার প্রশ্নটি করছি। প্রশ্নটি হচ্ছে: উওফো মন্দিরের শুয়ে থাকা গৌতম বুদ্ধের মূর্তি তৈরী করতে কতোটুকু তামা লেগেছে?

প্রকাশ. প্রশ্নটি আবার বলি: উওফো মন্দিরের শুয়ে থাকা গৌতম বুদ্ধের মূর্তি তৈরী করতে কতোটুকু তামা লেগেছে?

সুবর্ণা. উত্তর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn,আমরা আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040