|
স্কুলে আমার ভাগ্য পরিবর্তন হয়নি। সহপাঠীরা আমাকে 'চিয়াং চিয়ে শি' বলে গালাগাল দেয়। খুব লম্বা বলে স্কুলের জিমন্যাস্টিকস টিমে আমার জায়গা অস্থায়ী। সংশ্লিষ্ট শিক্ষক টিমের সব স্থায়ী সদস্যকে জিমন্যাস্টিকস-এর পোশাক ও জুতা দেন, কিন্তু আমাকে দেন না।
আমি স্কুল ত্যাগ করার এবং বাবা-মাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেই। রাতে আমি শান্তভাবে বিছানা থেকে উঠে রেলস্টেশন থেমে থাকা একটি পণ্যবাহী ট্রেনে লুকিয়ে থাকি। হঠাত্ পণ্যবাহী ট্রেনটি চলতে শুরু করে এবং আমাকে নিয়ে অপরিচিত জায়গায় চলে আসে। পরে দাদা আমাকে খুঁজে পান। তিনি ট্রেন চালিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসেন।
বাড়িতে এনে দাদা আমাকে তাঁর সারা জীবনে অর্জিত বিভিন্ন পদক দেখান।
আমাকে খুশি করার জন্য, দাদা সবসময় বাবা-মার নাম করে আমাকে চিঠি লেখেন। তিনি সহকর্মীদের অনুরোধ করেন সিন চিয়াং থেকে দুটি খরমুজ কিনে আনার জন্য। পরে তিনি একটি খরমুজ কেটে প্রতিবেশীদেরকে খাওয়ান। আর, তিনি আমাকে বলেন আমাদের জিমন্যাস্টিকস শিক্ষককে অন্য খরমুজটি উপহার দিতে। তিনি আশা করেছিলেন, খরমুজ উপহার পেয়ে শিক্ষক খুশি হবেন এবং আমাকে ভালোভাবে শেখাবেন। তাতে আমি চিয়াং শাও ইর মতো সুনাম অর্জন করতে পারবো। আমি দাদার কথা শুনিনি। একা একা লুকিয়ে সেই খরমুজ খেয়ে ফেলি। তারপর আমি জিমন্যাস্টিকস ক্লাশে আর যাইনি। সেকথাও আমি দাদাকে বলিনি। আমি আগের মতোই দাদা এবং প্রতিবেশীদের সামনে জিমন্যাস্টদের মতো ডিগবাজি খাই। ডিগবাজি দেয়ার সময়ই আমার জীবনে প্রথমবারের মতো মাসিক হয়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |