|
খ. না, ঠিক তা নয়। পাথরটির উপরের অংশ সবুজ রঙয়ের এবং নীচের অংশ সাদা রঙয়ের। ছিং রাজবংশের ভাস্কররা তাদের চমত্কার খোদাইপ্রযুক্তি দিয়ে একে বাঁধাকপির আকৃতি দেয়। বাঁধাকপির ওপর দুটি পোকাও বসিয়ে দেয়া হয়েছে চমত্কারভাবে। পোকাসহ বাঁধাকপির অর্থ হল বিয়ের পর স্ত্রী বেশি সন্তান জন্ম দেবে। পাথর বাঁধাকপির এই ভাস্কর্যটি ছিং রাজবংশের রাজার একজন স্ত্রীর যৌতুক হিসেবে রাজপ্রাসাদে স্থাপনা করা হয়েছিল।
ক. শুনে সত্যিই পুলকিত হচ্ছি! তাইপেই যাওয়ার সুযোগ পেলে, আমিও জেড পাথরের তৈরীর ওই 'বাঁধাকপি' দেখতে যাবো। আচ্ছা, এবার তাহলে আমরা শ্রোতাবন্ধুদের জন্য আরেকটি সুন্দর গান প্রচার করি। গানের নাম 'তাইপেইতে হাঁরিয়ে গেছে'।
খ. গানতো শোনা হল। এবার আমি শ্রোতাবন্ধুদের নিয়ে তাইপেই শহরের আরেকটি উল্লেখযোগ্য স্থানে নিয়ে যাবো। স্থানটির নাম 'সিমিনতিং ব্যবসা এলাকা'। এটি তাইপেই শহরের একটি গুরুত্বপূর্ণ ব্যবসা এলাকা। এখানকার হাঁটাপথ উল্লেখ্যযোগ্য। সিনেমা স্ট্রিট, শপিং মল এবং বই দোকান আর হাল্কা ধরনের খাবারের বাজারসমৃদ্ধ এলাকাটিতে বলতে গেলে সবই পাওয়া যায়। এখানে নানা ধরনের ফ্যাশনেবল কাপড়চোপড় ও জুতার দোকানও দেখা যায়। তাইপেইতে বেড়াতে আসলে এ-স্থান পরিদর্শন করা চাইই চাই।
ক. শুনেছি, তাইপেই শহরের যুবকরাও সিমেনতিং বেশ পছন্দ করে। এখানকার যোগাযোগব্যবস্থাও নাকি খুবই ভালো। ট্যাক্সি, বাস, সাবওয়ে—এখানে সবই আছে। আপনারা যদি কখনো তাইপেইতে বেড়াতে আসেন, তাহলে সিমেনতিংতে আসতে ভুলবেন না।
খ. এখন আমরা শ্রোতাবন্ধুদের জন্য সিমেনতিং-সম্পর্কিত একটি সুন্দর গান প্রচার করবো। গানের নাম 'সুন্দর রঙয়ের সিমেনতিং'।
ক. দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। শেষ করার আগে আমি এ-সপ্তাহের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে: তাইপেই রাজপ্রাসাদ জাদুঘরে মোট কতটি শিল্পকর্ম আছে?
খ. শ্রোতাবন্ধুরা, আপনাদের সুবিধার জন্য প্রশ্নটি আরেকবার করছি: তাইপেই রাজপ্রাসাদ জাদুঘরে মোট কতটি শিল্পকর্ম আছে? আমাদের ইমেল ঠিকানা ben@cri.com.cn, । এখনই পাঠিয়ে দিন উত্তর। আমরা আপনাদের মেইলের অপেক্ষায় থাকবো।
ক. আপনারা যে যেখানে আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবার কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |