
'কূটনীতিকদের চোখ: চীনা কূটনীতিকদের চোখে বিশ্ব বিষয়ক চতুর্থ চিত্র প্রদর্শনী' আগামী ১৪ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী জাদুঘরে অনুষ্ঠিত হবে। তখন দেড় শতাধিক সারগর্ভ চিত্র প্রদর্শিত হবে। এর মধ্য দিয়ে চীনের কূটনীতিকদের কাহিনী, অভিজ্ঞতা ও অনুভূতি দর্শকদের সামনে ব্যক্ত করা হবে।