Web bengali.cri.cn   
'চীন-রাশিয়া পর্যটন আদান-প্রদান ও সহযোগিতার স্বর্গীয় দূত নাটালিয়া মেদভেদেভ
  2012-09-10 16:35:51  cri

চীনের সেনইয়াং য়ালংওয়েন ওয়েনহাও হোটেলের ক্রয় বিভাগের উপব্যবস্থাপক নাটালিয়া মেদভেদেভ যখন নিজের পরিচয় দেন তখন তিনি বলেন, রাশিয়ার বতর্মান প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে তাঁর নামের মিল আছে। রাশিয়ার সাইবেরিয়া থেকে আসা এই সুন্দর রুশ মেয়ে গত পাঁচ বছর ধরে এই হোটেলে রাশিয়ার বাজার উন্নয়ন কাজে নিয়োজিত রয়েছেন। চীন ও রাশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা সম্প্রসারণের জন্য তিনি অনেক প্রচেষ্টা চালিয়ে আসছেন। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সেনইয়াং-হাইনান ভ্রমণ রাশিয়ার পযর্টকদের প্রধান গন্তব্য। দীর্ঘকাল ধরে রাশিয়া সেনইয়াংয়ের সবচেয়ে বড় বিদেশি পযর্টক উত্স। গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সেনইয়াং মোট ৭৩ হাজার রুশ পযর্টককে স্বাগত জানিয়েছে।

এক সাক্ষাত্কারে নাটালিয়া মেদভেদেভ বলেন, তিনি এক খবর পড়েছেন যে, চীন সফর করার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন চীনের সঙ্গে দু'দেশের মধ্যে পর্যটন ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা আরও সম্প্রসারণ করার জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এটা একটি সুখবর। তিনি বলেন, দু'দেশ বন্ধুপ্রতীম দেশ। ভবিষ্যতে অর্থনীতি ও পর্যটন ক্ষেত্রে দু'দেশের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতা আরও সম্প্রসারিত হতে পারে। রাশিয়ার 'চীন বর্ষ' এবং চীনের 'রাশিয়া বর্ষ' সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পারষ্পরিক আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করেছে।

নাটালিয়া মেদভেদেভ কয়েক বছর আগে চীনের লিওনিং বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ছিলেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ে এক বছরের চীনা ভাষা শিখেছেন। তারপর তিনি রাশিয়ায় ফিরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি চীনকে ভালবাসেন। দু'হাজার সাত সালে তিনি রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং তার পরপরই চীনের সেনইয়াংয়ে চাকরি করতে আসেন। কিন্তু সেনইয়াংয়ে রুশ পর্যটন বাজারের উঠা-নামার অভিজ্ঞতা ছিল। দু'হাজার সাত সালে পর্যটন বাজার অত্যন্ত সরগরম ছিল। দু'হাজার আট সালে বৈশ্বিক ব্যাংকিং সংকটের প্রভাবে পর্যটন বাজার ক্ষতিগ্রস্ত হয়। দু'হাজার নয় সাল থেকে ধীরে ধীরে পর্যটন বাজারের পুনরুত্থান এবং বিকাশ শুরু হয়।

নাটালিয়া বলেন, দু'হাজার সাত সালের আগে সেনইয়াং ভ্রমণ করতে আসা রুশ পযর্টকদের মধ্যে অধিকাংশ ছিলেন উচ্চ স্তরের পযর্টক। দু'হাজার আট সালে রুশ পযর্টকের সংখ্যা অনেক কমেছে। তবে দু'হাজার নয় সালের পর রাশিয়ায় সেনইয়াং তাদের পর্যটনকে জনপ্রিয় করে তুলেছে। এর ফলে রাশিয়ার থেকে অধিক থেকে অধিকতর মধ্য স্তরের পযর্টক সেনইয়াং ভ্রমণ করতে আসছেন। নাটালিয়া মেদভেদেভ বলেন, বিমান রুট থাকলে পযর্টক আথে। বতর্মানে মস্কো ও নয়া সাইবেরিয়াসহ রাশিয়ার সাতটি শহর সেনইয়াংয়ের সঙ্গে পযর্টনের ভাড়া বিমান সার্ভিস চালু করেছে।

নাটালিয়া মেদভেদেভ ব্যাখ্যা করে বলেন, রাশিয়ার পযর্টকরা সাধারণত সেনইয়াংয়ে এক বা দুই সপ্তাহের জন্য ছুটি কাটান। পর্যটকদের মধ্যে বেশিরভাগ মধ্য বয়স্ক। তারা প্রধানত অবকাশ যাপন করতে সেনইয়াং আসেন। তারা সেনইয়াংয়ের সাগর, রোদ এবং দর্শনীয় স্থান খুব পছন্দ করেন। তা ছাড়া, সেনইয়াংয়ে পরিসেবা-প্রদানকারী চীনের ঐতিহ্যবাহী ওষুধ চিকিত্সাও তাদের আকর্ষণ করে। তিনি বলেন, সেনইয়াং রাশিয়ার পযর্টকদের কাছে খুব বন্ধুত্ব দেখায়। অনেক রুশ পযর্টক বলেন, এখানকার গাইড সকাল আটটা থেকে রাত পর্যন্ত তাদের সঙ্গে থাকেন। চীনের গাইডরা তাদেরকে নানা ধরনের সহায়তা দেন। রাশিয়ার পযর্টকরা এখানে স্বস্তি অনুভব করেন।

বতর্মানে সেনইয়াংয়ের য়ারংওয়েন ও হাইঠাং ওয়েনের বেশির ভাগ হোটেলে রুশ কর্মচারি আছে। নাটালিয়া মেদভেদেভ ব্যাখ্যা করে বলেন, রুশ কর্মচারিরা এসব হোটেলের বিভিন্ন বিভাগে কাজ করেন। তা ছাড়া, হোটেলগুলোর পরিচয়পত্র ও খাদ্যের নাম রুশ ভাষার অনুবাদ করা আছে। হোটেলগুলোর ৫ থেকে ৭ শতাংশ অতিথি হলেন পুরানো পর্যটক। বিশ্বজুড়ে সেনইয়াংয়ের মতো সুন্দর জায়গা আরও অনেক আছে। কিন্ত সেনইয়াং যে এত বেশি পুরানো অতিথিকে আকর্ষণ করতে পারে, তা থেকে প্রতিপন্ন হয় যে, রুশ পযর্টকদের সেনইয়াং ভাল লাগে। তিনি বলেন, চীনের একমাত্র গ্রীষ্মমণ্ডলীয় সৈকত শহর হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে সেনইয়াং শহরের পর্যটন শিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। এ কথাও বলা যায় যে, প্রতিদিন সেনইয়াংয়ে পরিবর্তন ঘটে। তিনি বলেন, গত পাঁচ বছরে সেনইয়াংয়ে বৈশিষ্ট্যসম্পন্ন দর্শনীয় জায়গার সংখ্যা এবং বিলাস হোটেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখানে পযর্টকরা নানা ধরনের সুযোগ-সুবিধা পান।

সাক্ষাত্কারের সময় নাটালিয়া মেদভেদেভ সেনইয়াংকে জনপ্রিয় করে তুলতে ভুলে যান না। তিনি উত্তেজনার সঙ্গে বলেন, 'সেনইয়াং আসুন, এখানে সবকিছু আছে। এটি ভ্রমণ ও অবকাশ যাপন করার আদর্শ জায়গা।' তিনি আরও বলেন, সারা বছর সেনইয়াংয়ে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়। এখানে বিভিন্ন বয়সের পর্যটকদের চাহিদা মোটানো যায়। তাছাড়া, সেনইয়াংয়ে অনেক সম্পদ আছে। তিনি আশা করেন, সংশ্লিষ্ট মহল সেনইয়াংয়ে আরও বেশি আমোদ-প্রমোদের ব্যবস্থা করবে। যেমন, বতর্মানে পানি-উদ্যানের সংখ্যা পযর্টকদের চাহিদা মেটাতে পারে না। কারণ রাশিয়া থেকে আসা যুবক-যুবতী পযর্টকরা এ ধরনের বিষয় খুব পছন্দ করেন। সুতরাং ভবিষ্যতে এ ক্ষেত্রে আরও বেশি ব্যবস্থার আয়োজন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এখন পর্যন্ত নাটালিয়া মেদভেদেভ প্রায় ১৫ বছর ধরে সেনইয়াংয়ে কাজ করেছেন। এখানে সব কিছু তাঁর কাছে আন্তরিক। তাঁর নিজের দেশ থেকে বহু দূর থাকলেও তিনি একলা বোধ করেন না। তাঁর পরিবারের সদস্য বা আত্মীয়স্বজনেরা বছরে কয়েক বার সেনইয়াংয়ে বেড়াতে আসেন। কাজের ফাঁকে ফাঁকে তিনি তাঁর সহকর্মীদের সঙ্গে বিভিন্ন ধরনের কার্যক্রমে যোগ দেন। তাছাড়া, ছুটির দিনগুলোতে তিনি চীনের অন্যান্য জায়গায় ভ্রমণ করতে যান। তিনি বলেন, তিনি চীনের খাবার পছন্দ করেন; বিশেষ করে সেনইয়াংয়ের বিভিন্ন সামুদ্রিক খাবার খেতে তার ভীষণ পছন্দ।

নাটালিয়া বলেন, তাঁর চীনা বন্ধুদের মধ্যে কেউ কেউ তাঁকে চীনের শাংহাইসহ অন্যান্য শহরে কাজ করার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তিনি তাঁদের আমন্ত্রণ গ্রহণ করেননি। তিনি তাদেরকে বলেন, তিনি সেনইয়াংকে অত্যন্ত ভালবাসেন। কেননা, সেনইয়াং একটি সুন্দর জায়গা যেখানকার আবহাওয়া ভাল। সেনইয়াং হলো মানুষের বসবাসের একটি উপযুক্ত জায়গা।

উপসংহারে তিনি বলেন, বিদেশিদের প্রতি চীনা মানুষ উন্মুক্ত। এখানে যে কোনো বিদেশি পযর্টক সম্মান পান। বতর্মানে পেইচিং, শাংহাই, কুওয়াংচৌ ও হংকংসহ শহরগুলোর ২৫টি হোটেলের ক্রয় বিভাগে নাটালিয়া মেদভেদেভের দায়িত্ব রয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040