
ইয়ু কুয়াং ইউয়ে ও ইয়াং ওয়েই মিং
'খোলামেলা' হচ্ছে সাক্ষাত্কারভিত্তিক অনুষ্ঠান। ২০ মিনিটের 'খোলামেলা' অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার প্রচারিত হয়। ইয়ু কুয়াং ইউয়ে ও ইয়াং ওয়েই মিং (স্বর্ণা) যথাক্রমে এটি পরিচালনা করে থাকেন। এ-অনুষ্ঠানে আমরা চীনে কর্মরত, অধ্যয়নরত, সফররত বাঙালি বন্ধুদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এ ছাড়াও, পৃথিবীর—বিশেষ করে দক্ষিণ এশিয়ার—খবরাখবরকে গুরুত্ব দিয়ে মাঝে মাঝে বিশেষ অনুষ্ঠানও প্রচার করে থাকি। আপনারা যদি কোনো বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে চান, তাহলে ইমেইল করুন। আমাদের ইমেইল ঠিকানা: ben@cri.com.cn ।