|
খ. এ গানের গায়িকা রেন ইউয়ে লি গ্রামাঞ্চলের একজন মেয়ে। তার বাবা মা হলেন প্রতিবন্ধী। তবে ছোটবেলা থেকে সে গান গাইতে খুবই পছন্দ করে। সে প্রতিদিন সিতান স্টেশনের ভিতরে গিটার বাজিয়ে গান গেয়েছে। তারপর তার অতি মিষ্টি কন্ঠের কারণে চীনের একটি গানের প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং ফলে অনেক লোক তার কন্ঠ খুবই পছন্দ করে। এ মেয়ের ডাক নাম হল সিতান মেয়ে। এখন সে আনুষ্ঠানিকভাবে একজন গায়িকায় পরিণত হয়েছে।
ক.গানের কথায় বলা হয়েছে, সাবওয়ে স্টেশনের ভিড় অতিক্রম করে সূর্যালোক আমার চেহারায় পড়তে পারে না, রাস্তার চেঁচাচেঁচি শব্দ না শুনে একাই ভূগর্ভ পথে বসে থাকি, জানি না এ বিশ্বে রূপকথা আছে কিনা...
খ.১৯৮০ সালের পর সিতান একটি অতি সমৃদ্ধ ব্যবসা এলাকায় পরিণত হয়েছে। আমরা দেখতে পারি এ রাস্তার চার পাশে নানা রকমের ফ্যাশনেবল শপিং মল স্থাপিত হয়েছে। এর সঙ্গে সঙ্গে সিতান পেইচিংয়ের আর্থিক কেন্দ্র হিসেবে আখ্যায়িত হয়। চীনা ব্যাংক, মিনশেং ব্যাংক, সিএমবি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের সদরদপ্তর সিতানে অবস্থিত। তাছাড়া, পেইচিংয়ের বৃহত্তম বইয়ের দোকান—সিতান বই ভবনও এখানে অবস্থিত। ১৯৯২ সালে সিতান সাবওয়ে স্টেশন আনুষ্ঠানিকভাবে চালু করা হয়, তখন থেকে লোকজন সাবওয়েতে বসে পেইচিংয়ের বিভিন্ন জায়গা থেকে সিতানে পৌঁছতে পারে।
ক.২০০০ সালের পর সিতানে আরও বেশি শপিং মল খোলা হয়েছে এবং ক্রেতাদের সুবিধা দেয়ার জন্য বিভিন্ন শপিং মলের মধ্যে ওভারপাস নির্মিত হয়েছে। ২০০৯ সালে সাবওয়ে চার নম্বর লাইন চালু হয়েছে, এভাবে পেইচিংয়ের উত্তর ও দক্ষিণাঞ্চলের নাগরিকরা সাবওয়েতে সিতানে আসতে পারে । বর্তমানে সিতান এলাকায় অনেক বিখ্যাত ও জনপ্রিয় ফ্যাশনেবল শপিং মল রয়েছে, যেমন চোংইয়ৌ শপিং মল, চুনথাই শপিং মল এবং তাইউয়ে শপিং মল ইত্যাদি। এসব শপিং মলের মধ্যে শুধু কাপড় চোপড়, জুতা,ব্যাগসহ বিভিন্ন পণ্যদ্রব্য বিক্রি করা হয় তা নয়, নানা ধরনের সুস্বাদু খাবার রেস্তোরাঁ ও সিনেমা হল স্থাপিত হয়েছে।
খ.শপিং মলের নিচে ও বাইরে গাড়ি পার্কিং করার জায়গাও সহজভাবে পাওয়া যায়, ছুটির সময় পরিবারের সদস্যরা এখানে শপিং করার পর লাঞ্চ বা ডিনার খাওয়া ও বিভিন্ন রকম বিনোদন উপভোগ করতে পারে। পেইচিংয়ের যুবকরা এখানে ঘুরে বেড়াতে বেশি পছন্দ করে। এতক্ষণ আমরা সিতান এলাকা সম্পর্কে অনেক তথ্য জানিয়েছি, এখন শ্রোতাবন্ধুদের জন্য আরেকটি সুন্দর গান প্রচার করবো। গানের নাম পেইচিংয়ের গ্রীষ্মকাল।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |