Web bengali.cri.cn   
থিয়ান আন মেন চত্বর
  2012-08-29 20:11:28  cri

খ.থিয়ান আন মেন চত্বর ও ভবন সম্পর্কে অনেক কথা বলেছি। এখন শ্রোতাবন্ধুদের জন্য আরেকটি সুন্দর গান প্রচার করবো। গানের নাম পেইচিংয়ের চিনশান পাহাড়। গানের শিল্পী তিব্বতী জাতির গায়ক। তিনি তাঁর চড়া কণ্ঠে এ গানটি গেয়েছেন।

ক. গানের কথায় বলা হয়েছে, পেইচিংয়ের চিনশান পাহাড়ের সোনালি আলো চার দিক উজ্জ্বল করে, মহান নেতা মাও সে তুং সোনালি রঙয়ের সুর্যের মতো, এতো উষ্ণ এতো স্নেহ-কোমল, আমাদের মনকে তা উজ্জ্বল করে, আমরা সুখী মনে সমাজতন্ত্রের পথে হাঁটি।

খ.আগস্ট মাসের শুরুতে আমরা কুইজ প্রতিযোগিতা শুরু করার পর অনেক শ্রোতাবন্ধু আমাদেরকে চিঠি লিখেছেন এবং মতামত পাঠিয়েছেন। তা আমাদের অনুষ্ঠানের জন্য খুবই কল্যাণকর। আজকের অনুষ্ঠানে আমরা কয়েকজন শ্রোতার চিঠি পড়তে চাই।

ড. এ কে এম মনিরুজ্জামান সেরোইল স্টেশন বাজার পোস্ট অফিস ঘোড়ামারা, রাজশাহী ৬১০০, বাংলাদেশ তিনি চিঠিতে লিখেছেন, আগস্ট মাস থেকে সিআরআই-এর ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান 'চলুন বেড়িয়ে আসি' প্রতি সপ্তাহে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জেনে খুবই খুশি হয়েছি।

অনুষ্ঠানের এই পর্ব শুনলাম এবং তিব্বতের আলি ভ্রমণ করলাম। তিব্বতের আলি'র দর্শনিয় স্থানসমূহ, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে পরিচিত হয়ে মনে হয়েছে আমি যেন সেখানেই উপস্থিত আছি। অসংখ্য ধন্যবাদ আমাদের তিব্বতের আলি।

ক. আরেকজন শ্রোতার নাম মোহাম্মদ শরীফ উদ্দিন সুমন, উনি বাংলাদেশের হবিগঞ্জ, মাধবপুর, সিআরআই অনলাইন ক্লাবের সদস্য, চিঠিতে উনি লিখেছেন, কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ এ রকম একটি বিষয়ে মনোযোগ দেয়ার জন্য। আমরা অনেক দিন থেকে এ রকমই একটি আবদার করে আসছিলাম। আমরা এ থেকে চীনের অনেক জায়গায় ভ্রমণ করার আনন্দটাও পাব আশা করি।

খ.আপনাদের সমর্থন ও মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের শেষ দিকে আমরা শ্রোতাবন্ধুদের জন্য এ সপ্তাহের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন করি, তা হচ্ছে থিয়ান আন মেন চত্বরে একসাথে কত জন লোক সম্মেলন করতে পারে?

ক.প্রশ্নটি আবার বলি, থিয়ান আন মেন চত্বরে একসাথে কত জন লোক সম্মেলন করতে পারে?

খ. অনুষ্ঠান শেষ করার আগে আমরা আপনাদের জন্য আরেকটি সুন্দর গান প্রচার করবো। গানের নাম থিয়ান আন মেনের সন্ধ্যা।

ক. গানের সুন্দর সুরের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। আপনারা আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে, অবশ্যই আমাদেরকে ইমেল পাঠাবেন। ইমেইল ঠিকানা ben@cri.com.cn।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040