|
||||||||||||||||||||||||||||
গত দুই সপ্তাহে আমরা অলিম্পিক গেমস সম্পর্কে পেইচিংয়ের অলিম্পিক স্টেডিয়াম ও অলিম্পিক পার্কের তথ্য জানিয়েছি, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে চীনের জাতীয় সাঁতার কেন্দ্র ওয়াটার কিউবে বেড়াতে যাবো।
ওয়াটার কিউব হল ২০০৮ পেইচিং অলিম্পিক গেমসের সাঁতার স্টেডিয়াম এবং পেইচিং অলিম্পিক গেমসের বৈশিষ্ট্যসম্পন্ন স্থাপত্যের অন্যতম। ২০০৩ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০৮ সালের ২৮ জুলাই সম্পন্ন হয়। প্রায় ৫ বছর সময় লেগেছে এটি সম্পন্ন করতে। ওয়াটার কিউবের বাইরে নীল রঙয়ের ETFE pellicular দেখা যায়, ETFE হল এক ধরনের পরিস্কার pellicular, তার মাধ্যমে সুর্যালোক স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারে। এর কাঠামো সেল ও সাবান জলের বুদ্বুদের আকার অনুযায়ী স্থাপিত হয়েছে, এ ধরনের স্থাপত্য কাঠামো কখনো ব্যবহার করা হয় নি, তা খুবই বৈশিষ্ট্যসম্পন্ন।

ওয়াটার কিউবের দেয়াল ও ছাদ উভয়েই তিন স্তর নিয়ে গঠিত, এ ধরনের প্রযুক্তি চীনের স্থাপত্য ডিজাইনারদের নিজেদের উদ্যোগে উদ্ভাবনের সাফল্যমন্ডিত। বিশ্বের স্থাপত্যের ইতিহাসে তারা নতুন রেকর্ড সৃষ্টি করেন।
যদিও বাইরে থেকে ওয়াটার কিউব দেখতে শুধু একটি চারকোণা বাক্সের মতো, তবে এতে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রতিফলিত হয়েছে। কারণ চীনারা মনে করেন যে কোনো কাজ করতে নিয়ম অনুসরণ করতে হবে, এভাবে কাজ সুষমভাবে করা যায়। চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতিতে মনে করা হয় আকাশ গোলাকার এবং মাটি চারকোণা আকারের, এ কারণে বার্ডনেস্ট স্টেডিয়াম গোলাকারের এবং ওয়াটার কিউব চারকোণা,দুটি আকারের স্থাপত্যে ভালভাবে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতিফলন ঘটেছে।

চীনা সংস্কৃতিতে পানি এক ধরনের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান। তা মানুষের সুখ অনুভব উত্সাহ দেয়।পেইচিং অলিম্পিক গেমসের পর ওয়াটার কিউব পেইচিংয়ের বৃহত্তম জলপার্কে বা ওয়াটার এ্যামুজমেন্ট পার্কে পরিণত হয়েছে। শিশু, যুবক ও প্রবীণ লোকরা এখানে মজা পেতে পারে।
ওয়াটার কিউবের ভিতরে খেলোয়াড় ও দর্শকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় ভালভাবে স্থাপিত হয়েছে। এর প্রধান চাহিদা হল খেলোয়াড় ও দর্শকদের যেন আরামদায়ক লাগে। ওয়াটার কিউবে ডাইভিং পুল, প্রতিযোগিতা পুল, ওয়ার্ম আপ পুল নির্মিত হয়েছে, এসব পুলের তাপমাত্রার সঙ্গে স্টেডিয়ামের ভিতরের তামপাত্রার মধ্যে বিরাট পার্থক্য থাকে না। প্রতিযোগিতার সময় খেলোয়াড়দের জন্য আরামদায়ক পরিবেশ গড়ে তোলে।

তাছাড়া, প্রতিযোগিতা পুল ও ওয়ার্ম আপ পুলের মধ্যে কিছুটা দূরত্ব রয়েছে,খেলোয়াড়রা সবসময় খালি পায়ে দুটি পুল হাঁটেন। তাদের পায়ের আরামের জন্য এ পথের নির্মাণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে খেলোয়াড়দের খালি পায়ে হাঁটতে কোনো অসুবিধা লাগে না। এ সপ্তাহের কুই প্রতিযোগিতার প্রশ্ন হচ্ছে: ওয়াটার কিউব নির্মাণের কাজ কখন শুরু হয়?


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |