|
লিউ ছাংছুনের একই ক্লাসের সহপাঠীরা কাগজে লিউ ছাংছুন এবং জাপানী জাতীয় পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রুপ ছবি দেখেন। তাঁরা মনে করতেন, লিউ ছাংছুন ম্যাঞ্চুরিয়ার প্রতিনিধিত্ব করে অলিম্পিক গেমসে অংশ নেবেন। নিজেকে প্রমাণ এবং জাপানীদের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য লিউ ছাং ছুন তোংপেই ইউনির্ভাসিটির সাবেক অধ্যক্ষ চাং সুই লিয়াংয়ের কাছে সাহায্য প্রার্থনা করেন। তাঁর সাহায্যে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অনুষ্ঠিত দশম অলিম্পিকে অংশ নেয়ার জন্য জাহাজে চড়ে লিউ ছাং ছুনের যাত্রা শুরু হয়।
জাহাজে প্রায় এক মাস যাত্রার পর যখন দশম অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র ৪৫ মিনিট বাকি তখন লিউ ছাংছুন লস এঞ্জেলেসে আসেন।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।
অলিম্পিক টাউটে যাওয়ার পথে যানবাহনের ভিড় ছিল। লিউ ছাংছুন দৌড়ে অলিম্পিক টাউটে প্রবেশ করেন।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।
লিউ ছাং ছুন চীনের প্রতিনিধিত্ব করে প্রথমবারের মতো অলিম্পিক মঞ্চে সারা বিশ্বেরসমক্ষে চীনকে প্রদর্শন করেন। শ্রোতৃমণ্ডলীর জন্য নির্দিষ্ট স্থানে যুক্তরাষ্ট্রে প্রবাসী চীনারা আনন্দধ্বনিতে চিত্কার করে বলেন, চীনারা এসেছেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |